পেট নিয়ে কী করি ?

 

 

 

 

চাকরী করি পল্লী বিদ্যুতের লাইনম্যান পদে। কমবেশী প্রতিদিনই দু চারটা খাম্বার মাথায় উঠতে হয় কাজ করতে। পল্লী বিদ্যুতের খুটিতে উঠতে মই ব্যবহার হয়না। উঠতে হয় ক্লাইম্বিং করে (বিশেষ ধরনের কাটা পায়ে পড়ে সেই কাটা খুটিতে পা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে বাঁদরের মত বেয়ে বেয়ে)। আমি যখন চাকরীতে ঢুকি তখন আমার ওজন ছিল ৫১ কেজি । আজ ৭৮ ।
যাদের ওজন ৬৫ কেজির নীচে তাদের কোন সমস্যা হয়না । সমস্যা হয় আমার মত পেট মোটাদের । খুব কষ্টে আছি ভাই। মোটা পেট নিয়ে খুটিতে ওঠা নামা খূবই কষ্টের। আমি আবার মহা অলস। ব্যয়াম টেয়াম আমাকে দিয়ে হবেনা । গত ১ বছর ধরে রাতে ভাত খাইনা পেট ভুড়ি কমানোর জন্য । কমেনি একটুও ।
বিনা অথবা অল্প কষ্টে ওজন এবং ভুড়ি কমানোর কোন টিপস আছে নাকী আপনার কাছে ? থাকলে দেননারে ভাই । বাঁচান আমাকে ।
কিছুদিন আগে এ সংক্রান্ত ১টি (ওজন কমানোর টিপস) বাংলা টিউন কোন ব্লগে দেখেছিলাম মনে নাই । এখানে/সামুতে/আলুতে । ঐ টিউনের লিংকটা কী কারো কাছে আছে ? থাকলে দিননা ভাই । বাঁচান আমাকে ।

Level 2

আমি আওলাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মতে সোজা বুদ্ধি হচ্ছে “রাত জেগে থাকবেন সকালে ফজর নামাজ পড়ে ঘুমাতে যাবেন আবার বিকালে বা সন্ধার পরে একটা ঘুম দিবেন ৮-৯ টা পর্যন্ত” 😆 ।১ মাস কন্টিনিউ করলে ভুড়ি কৈ চলে যাবে। আমার আত্মীয়স্বজন আর পরিবারের মতে এইসবের জন্য আমার স্বাস্থ্য উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে। 🙄

বিঃদ্রঃ বিনা অথবা অল্প কষ্টে ওজন এবং ভুড়ি কমানোর কোন টিপস নাই।

ধন্যবাদ নাইম ভাই। আমি আসলে হারানো সেই টিউনটা খুজছি ।

Level 0

KOM KHAN, PETE KHIDE REKHE KHAN, JODI APNI 500 GM BHAT KHAN TO AKHON 350 GM BHAT KHAN, ARR BAYAM KORUN, ASHA KORI KOME JABE (JODI APNAR SORIRE ONYO ROG NA THAKE)

    @Jonty: Thanks !! Kom E Khai. Emon Ki Raate Khai e na. tao Kaaj Hoyna.

      Level 0

      NA KHEE LAV NEI NIYOM KORE SOB SOMAY KHAN AAR ALPO KHAN, AAR KICHU BOLAR NEI

https://www.facebook.com/DEHO.TRI এই পেজের এডমিনের শাথে যোগাযোগ করুন ভাল টিপস দিবে নাইম ভাইও ভাল বলেছেন

Level 0

sokal 5 tai ghom thake utban .shudo khuda pale khaben .prochur pani pan korben.

dinar balay khokhono soban na

rater khaber 7ta ar dike khaben

10 tai ghomate jaben

parle bikale hatar chasta korun

rat o dupor a kom khaye sokale khawer poriman baran

tenson free thakhoon

asa kori kaj hobe

ভুড়ি কমানোর চটজলদি কোনো ওষুধ অছে বলে মনে হয় না ,

যদি সত্যিই অসুবিধা অনুভব করে থাকেন তবে প্রাণায়ম করে দেখতে পারেন। প্রয়োজন হলে কিছুটা সাহায্য হয়তো করতে পারব।

কামনা করি আপনার পেটের সমস্যা থেকে সাথীর Husband যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

ভালো থাকবেন।

Level 0

আপনার জন্য দুটি লিংক দিলাম। চেক করে দেখেন কাজে লাগে কিনা।

প্রথম লিংক : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=d78e4f87a5a597a1c8f2663af303e65b&nttl=2011071712122249425

দ্বিতীয় লিংক : http://www.somewhereinblog.net/blog/mamunpress/29523354

Level 0

Can I have your skype id please? My skype id is “apu.saha21” and the skype name is MR.K