বহুদিন থেকে আমার স্বপ্ন কম্পিউটার হার্র্ডওয়্য়ারে কাজ শিখবো। তাই এক প্রকার সিদ্ধান্ত নিয়েই পেললাম হার্র্ডওয়্য়ারে কাজ শিখবো। পিসি, লেপটপ, কালার প্রিন্টার, লেজার প্রিন্টার সার্ভিসিং শিখতে চাচ্ছি। বিশেষ করে ইফসন, কেনন, এসব কালার প্রিন্টারের কাজ শিখবো। কোথায় শিখলে ভালভাবে শিখা যাবে কারো জানা থাকলে জানাবেন। আমি ঢাকায় শিখতে চাচ্ছি। এবং কোর্স ফি কত পড়বে জানাবেন। মহাখালীর কাছাকাছি হলে ভাল হয়।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................