মাইক্রোসফট অফিস ইন্সটল: অদ্ভুত সমস্যা! Help…………

 আমি কোনো একটি কারণে আমার পিসি একবার সেটাপ দিয়েছিলাম।

এরপর যখন আমি মাইক্রোসফট  অফিস ২০০৭ ইন্সটল করতে চাই তখন নিচের ছবির মতো দেখায়

বার বার ok করা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তখন ‍অন্য একজনের কাছ থেকে ‍ এনে ইন্সটল করি এবং তা ইন্সটল হয়।

এর মাসখানেক পর আবার  পিসি সেটাপ দিলাম।  তখন কপি করে আনা ms officeটা ইন্সটল করতে গিয়ে উপরোক্ত সমস্যায় আবার পড়ে যাই।

আমি বুঝতে পারছি না এর রহস্যটা কী?

কেউ একটু সমাধান দিন না প্লিজ... সেই সাথে এর রহস্যটাও একটু উদঘাটন করুন।

এমএস অফিস ছাড়া আমি পাগল হয়ে যাব মনে হয়!!!

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইডার কারন হইল অফিস ২০০৭ খুব ভাইরাস সেন্সেটিভ। হয় আপনি আপনার পিসি তে ভাল কোন অ্যান্টিভাইরাস সেটআপ দেন। কিনবা সফট টি সিডি রাইট করে রাখেন।

বর্তমানে Eset smart security 5 ব্যবহার করছি। মনে হয় না পিসিতে কোনো ভাইরাস আছে।
তবে সিডি দিয়ে ট্রাই করি নি। আপনার পরামর্শ মত দেখি কাজ করে কিনা। ধন্যবাদ

    Level 0

    @Mamun Abdullah:
    শুধু এসেট ইউজ করলেই হবেনা, প্রতনিয়ত তার ডাটাবেজ আপডেত করতে হবে
    ইউজার নেম পাশওয়ার্ড আপডেট হয় এখানে http://www.facebook.com/ComputronicsBD
    আর

    আপনার সমস্যা কারন মনে হচ্ছে আপনার সেটাপের জন্য প্র্যোজনীয় একটি ফাইল মিস করছে
    তাই নতুন করে ডাউনলোদ করুন না হয় ডিস্ক কিনে নিন
    এছাড়া আপনি চাইলে ওপেন অফিস ও ইউজ করতে পারেন যা কিনা পুরোপুরি ওপেন সোর্স 🙂

ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।