আমি কোনো একটি কারণে আমার পিসি একবার সেটাপ দিয়েছিলাম।
এরপর যখন আমি মাইক্রোসফট অফিস ২০০৭ ইন্সটল করতে চাই তখন নিচের ছবির মতো দেখায়
বার বার ok করা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তখন অন্য একজনের কাছ থেকে এনে ইন্সটল করি এবং তা ইন্সটল হয়।
এর মাসখানেক পর আবার পিসি সেটাপ দিলাম। তখন কপি করে আনা ms officeটা ইন্সটল করতে গিয়ে উপরোক্ত সমস্যায় আবার পড়ে যাই।
আমি বুঝতে পারছি না এর রহস্যটা কী?
কেউ একটু সমাধান দিন না প্লিজ... সেই সাথে এর রহস্যটাও একটু উদঘাটন করুন।
এমএস অফিস ছাড়া আমি পাগল হয়ে যাব মনে হয়!!!
আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd
এইডার কারন হইল অফিস ২০০৭ খুব ভাইরাস সেন্সেটিভ। হয় আপনি আপনার পিসি তে ভাল কোন অ্যান্টিভাইরাস সেটআপ দেন। কিনবা সফট টি সিডি রাইট করে রাখেন।