প্রথমেই Techtunes এর সকল Admin এবং Visitor জানাই সালাম আসসালামু আলাইকুম, আপনাদের কাছে আমি আজ একটা সাহায্য চাব তা হল (Cristral Report) বা Billing Master এটা দিয়ে ব্যবসার হিসাব নিকাশ করা হয়, এর ব্যাপারে যদি কেউ ধারাবহিক ভাবে Tune করে দেখালে খূব উপকার হতো, আসা করি আপনারা অনেকেই আমাকে সাহায্য করবেন, আমার খূবই দরকার ……………………..
E-mail: [email protected]
Website: http://www.macomputer.xtgem.com
Mobile: 01745-420388
বি: দ্র: এই পোস্টটি আগে সাহায্য বিভাগে দেয়া হয়েছিল কোন উত্তর না দেয়ার কারনে ..........বিভাগ চেন্জ করা হল।
আমি Copy Paste Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রফিকুল ইসলাম। নিজের সম্পর্কে তেমন কিছু বলার নেই, কারন আমার কোন তেমন ভাল প্রোফাইল নেই। আমার সবচয়ে ভাল লাগে ইন্টারনেট USE করতে ।আর আমার ভাল লাগে টেকনোলজি,আমার অনেক স্বপ্ন ছিল টেকনোলজি নিয়ে কিছু করব।কিন্ত এখন স্বপ্ন, স্বপ্ন রয়ে গেল।কিন্ত তারপর-ও চেষ্টা করি। সারাদিন পরে থাকি কম্পিউটার নিয়ে, আর খুজে...
টেকটিউনস বান্ধব যেকোন সাহায্যের জন্য “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগ ব্যবহার করতে হবে।
উত্তর না পেলেও “সাহায্য/জিজ্ঞাসা” সংক্রান্ত টিউন অন্য বিভাগে করা থেকে বিরত থাকুন।