মোবাইলের জাভা অ্যাপ্লিকেশান এর ব্যাপারে সাহায্য চাই

আমি মোবাইলের একটি জাভা অ্যাপ্লিকেশান যখন মোবাইলে দিয়ে ডাউনলোড করতে যাই তখন .zip ফরমেট দেখায় এবং মোবাইল সাপোর্ট করেনা।

কিন্তু আমি যখন পিসি থেকে ডাউনলোড করি তখন ঠিকই .jar ফরমেট দেখায় এবং পরে পিসি থেকে মোবাইল কপি  করে নিলে এটি সাপোর্ট করে।

এখন আমি কি করতে পারি ??

প্লীজ কারো জানা থাকলে আমাকে একটু সাহায্য করেন , আমার খুব জরুরী দরকার এটার সমাধান।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মোবাইল এর মডেল/কম্প জানালে ভাল হয়।
আর আপনি মোবাইল এর কোন ব্রাউজার ব্যবহার করছেন তাও জানান

    আমার মোবাইল নকিয়া ২৭০০সি আর আমি অপেরা মিনি ব্যবহার করি । এছাড়া আমি ৫১৩০সি দিয়েও ট্রাই করে দেখছি । আপনার সাহায্যর অপেক্ষায় । @ধন্যবাদ রিয়াদ ভাই:

      @সাব্বির আলম: আপনার সেট এ .jar ফরম্যাট এ কিছু শো করবে না। তবে .jar ফাইল _jar হিসেবে ডাউনলোড করতে পারেন Opera Mini Mod বা UC Browser দিয়ে।
      আর .Zip আকারে সেভ হওয়ার ব্যাপারে ঃ- প্রথমেই দেখে নিন আপনি যে ফাইল টি ডাউনলোড করেছেন তা কোন ফরম্যাট এ থাকে। যদি .Zip হিসেবে থাকে তবে .Zip আকারে ডাউনলোড হবে। তবে কিছু ফাইল শেয়ারইং সাইট আছে (যেমন ঃ 4shared, Plunder) ইত্যাদি থেকেjar ফাইল zip এক্সটেন্সান এর আসে। এক্ষেত্রেও UC অথবা Opera Mini Mod ব্যবহার করলে _jar হিসেবে সেভ করতে পারবেন। অন্যথাই যেকোনো জাভা ফাইল ম্যানেজার দিয়ে Zip কে jar এ রি-নেম করুন।

are oi system a jodi kaj na hoi tahole.xplore ai software ta download koren.ata instal korar por apnar je soft golo zip dekhai ata dia segolo jar file a open kora jabe.