গেডমি টিভি কার্ডের ব্যাপারে সাহায্য চাই

কেমন আছেন সবাই ?

আজ আমি আপনাদের কাছে একটি ব্যাপারে সাহায্য চাচ্ছি। প্লীজ কারো জানা থাকলে আমাকে বলবেন।

আমি আমার Gadmei USB  টিভি কার্ড ব্যবহার করতাম। কিন্তূ যখন আমি Windows XP ব্যবহার করতাম তখন কোন সমস্যা ছারাই ব্যবহার করতে পারতাম।

কিন্তূ আমি যখন Windows 7  ব্যবহার করি তখন আর টিভি কার্ড ব্যবহার করতে পারছিনা। তার কারন হোল আমি যখন ইন্সটল করতে যাই আমাকে একটা ওয়ার্নিং ডে যে Windows 7  এ এই ড্রাইভার কাজ করবেনা। তখন গুগল সার্চ এ ড্রাইভার পেলাম না।

আমি Gadmei USB tv card UTB332E ব্যবহার করি।

এখন আমি কি করতে পারি বা ড্রইভারটি কোথায় পাবো কারই জানা থাকলে একটু জানাবেন।

সবাই ভালো থাকবেন, আল্লাহ্‌ হাফেজ

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি নিজেও এটা ইউজ করছি। প্রথমে আপনার টিভি কার্ডের সাথে দেওয়া সিডি দিয়ে “Tv Home Media” সেটাপ দিন। তারপর এখান থেকে ড্রাইভারটা নামিয়ে ইন্সটল করুনঃ http://www.unituretv.com/gdm/332-382-Win7-Driver-Beta.RAR

এরপর পিসি রিস্টার্ট দিয়ে চালান। “Tv Home Media” যদি না থাকে তাহলে Cyberlink PowerCinema দিয়ে টিভি দেখুন, আশা করি কাজ হবে।