গুগল এডসেন্স নিয়ে সাহায্য দরকার

বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের প্রিয় টেক্টিউন্সে গুগল এডসেন্স ব্যাবহার করা হচ্ছে । ভাল সিদ্ধান্ত , আমি কঠিন ভাবে একমত জানাচ্ছি  পরিচালকদের সাথে । এটার প্রয়োজন ছিল ।

তবে আমার একটা জানার আছে আশা করি মডারেটর বা যারা সঠিক জানেন তারা আমাকে সাহায্য করবেন ।

বাংলা ভাষার ওয়েব সাইট  গুগল  এডসেন্সে লিগ্যাল নয় । আমি অন্তত তাই জানি ।আমি গুগলের হেল্পে অনেক খুজেছি , কোথাও পজেটিভ কিচ্ছু   বলা নাই   কিন্তু দেখা যাচ্ছে  এখানে এড সো  করছে । আর নিশ্চয়ি বেশ কিছু ডলার জমাও হচ্ছে । ত

কিন্তু এই ডলার কি হাতে পাওয়া যাবে ? আবার ব্যান ট্যান হয়ে যাবেন নাত ?? নাকি কোন পার্মিশন নিয়েছে ।

তাইলে আমিও যদি আমার বাংলা ভাষার ওয়েব সাইটে এড যোগ করি তাহলে ওখানেও এড সো করার কথা ।  প্লীজ আমাকে সাহায্য করুন

Level 0

আমি এ কে এম বোরহানিছ বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানার কোন শেষ নাই ,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, কালের কণ্ঠ পত্রিকায়ও দেখলাম। তবে বাংলা ব্লগে ক্লিক প্রতি টাকার হার কম হবে এবং প্রবলেম হতে ও পারে। কারন আপনি আমিতো আর টিটি আর মত সাইট করতে পারবোনা। আমার মতে বাংলা ব্লগে না করাই ভালো হবে, বাকিতা আপনার ইচ্ছা।

    @সাব্বির আলম: মন্তব্যর জন্য ধন্যবাদ । ভাই Page CTR নিয়ে আমার খুব বেশি চিন্তা নাই ,মূল ব্যাপার হল আবার ব্যান ট্যান করে দিবে কিনা , আমি আগে শিওর হতে চাই যে কোন নোটিশ অন্তত খেতে হবে না । এর আগে কোড শেয়ার করে ২টা নোটিশ খেয়েছি । শুনেছি ৩টা নোটিশ হলে নাকি ব্যান করে দেয় ।