২-৩ দিন ধরে কিছু অপ্রাসঙ্গিক টিউন হচ্ছে।যার সাথে টেকনোলজির কোন মিল নেই।চলমান ঘটনা নিয়ে এসব টিউন গুলো রচিত।আসলে টিউন কিনা আমার সন্দেহ।এইসব টিউনের কমেন্টগুলাও মোটেও সুবিধার নয়।কমেন্ট এর মাঝে এক প্রকার যুদ্ধ-যুদ্ধ ভাব। যারা এই ধরনের টিউন করছেন তাদের প্রতি অনুরোধ রইল,অনেক সাইট পাবেন সেইখানে আপনাদের লেখা পোস্ট করুন।টেকনোলজির সাথে সম্পর্কহীন টিউন করবেন না।
কেও গালি দেয়ার আগে বলে রাখি এই সাইট আমার একার না।সবার।সবাই ভালো থাকবেন।
আমি শরীফ আহমেদ জনম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এইবার বীরেশ্রষ্ঠ মুণ্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ থেকে কমারস ssc পরিক্ষা দি্যেছি।কম্পিউটার আমার জীবন সঙ্গী।এর সাথে বলতে গেলে আমার বিয়ে হয়েছে।জীবনে সংগ্রাম করার সময় আমি কম্পিউটারকে কাছে পেয়েছিলাম।ওকে ভাল করে জানার জন্য আমার অনেক চেস্টা আর আগ্রহ।তারই মাঝে এক্তা হল TechTunes-এ আসা।জানব,শিখব যা জানি সাধ্যমত হলে সবার সাথে শেয়ার...
apnar shathe 100% shohomot bro