আমার কম্পিউটার Windows 7-এ ২ দিন হচ্ছে সমস্যা করতেছে। সমস্যাটা হচ্ছে - my computer-এ প্রবেশ করলে কিছুক্ষণ পর নিচের ছবির মত দেখা যায়। Restart the program- এ ক্লিক করলে কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় । কিন্তু Desktop থেকে অন্যান্য প্রোগাম চালানো যাচ্ছে এবং নেটও চালানো যাচ্ছে। এটা শুধু my computer ও document - প্রবেশ করলে সমস্যাটা হচ্ছে । antivirus দিয়ে scan করেছি এবং Advanced SystemCare 4 দিয়ে scan করেছি ।
আপনাদের সকলের সাহায্যের অপেক্ষাই রইলাম.....................
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
কারো স্ট্যাবল পিসি থেকে c:/windows/system32 এ যেয়ে shellext.dll আর c:/windows/ থেকে explorer.exe কপি করে আপনার পিসিতে লাগান।