আমি কিউবি ব্যাবহার করি। ৩জিবি ২৫৬ কে বি পি এস। লিমিটেড নেট তাই প্রায় সময় মেয়াদের আগেই শেষ হয়ে যেত।যদিও ডাউনলোড বা আপলোড তেমন একটা করতাম না বললেই চলে। তাই কদিন আগে থেকে ডি ইউ মিটার ব্যাবহার করা শুরু করলাম। গতকাল অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার ল্যাপ্লিতে অন হওয়ার সাথে সাথে নেট অটো কানেক্ট হয়। এরপর যখন বিভিন্ন সাইটে ঢুকি তখন স্বাভাবিকভাবেই ডাটা ট্রাঞ্জেকশন হবে। তার পরে শুরু হয় আসল সমস্যা। সব ধরনের ব্রাউজার, এন্টিভাইরাস ও অন্যান্য আপডেট বন্ধ করার পর ও নেট ২০০-২৫০ কে বি পি এস স্পীডে ডাটা কোথায় হাওয়া হয়ে যেতে থাকে।
কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমার আইডি পাসওয়ার্ড কেঊ জানে কিনা??? আমি স্বাভাবিক ভাবেই বললাম না। আমি উল্টা জিজ্ঞেস করলাম এইরকম ব্যাবহার করা যায় কিনা??? উনি বললেন না (যদিও আমি আমার কাজিনের আইডি পাসোয়ার্ড দিয়ে ব্যাবহার করেছি)।পার্সওয়ার্ড পরবর্তন করেও দেখলাম। নাহ যেই লাউ সেই কদু। পরে উনি বললেন আমার ডি ইউ মিটারে নাকি সমস্যা !!!!
আমি আরো কিছু তথ্য দিচ্ছিঃ (my.qubee.com.bd)
#আমার গত দুইদিনের ব্যাবহার দেখাচ্ছে ২৩৩ মেগাবাইট।
#গতকাল মানে ০৬-১০-১১ এর ব্যাবহার ৯৭ মেগাবাইট (ওইদিন রাত ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত ২৪ ঘন্টা)
#আজ রাত বারোটা থেকে এখন পর্যন্ত ১৩৬ মেগাবাইট (আমি খালি ৩ মেগাবাইটের দুইটা ফাইল ডাউনলোডাইছি বাকিটা কি করছি আল্লাহ মালুম)
আমার প্রশ্ন হলোঃ
সাহায্য বিভাগে দিইনি কারণ সকলের ব্যাপারটা নজরে আসবে না। কেউ পারলে সাহায্য করবেন। ধন্যবাদ।
এরকম সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে পোস্ট করুন, মডারেটর কর্তৃক বিভাগ পরিবর্তন করে দেয়া হলো... - মডারেটর
আমি মাকসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 207 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরে উনি বললেন আমার ডি ইউ মিটারে নাকি সমস্যা !!!!———–koi jai???????
nijeder dosh dhakar jonno manush koto mittha bolte pare ,chinta kore dekhen, customer (khoar)e phone dienna ,shudhu shudhu taka nosto hobe, oder office e jea oderke jhari den
ki ar korben bro? jei connection e niben shob chor, Govt. jodi koyekjon shot manush ke ei sector tate fit korto ,tahole ar ei problem gulo thakto na