কিছুদিন আগে এক্সপি সেটাপ দিয়েছিলাম। কিন্তু সিডিটা maybe vista style দিয়ে করা ছিল । তাই ইন্সটল করার পর Vistar মত দেখাচ্ছিল। আমি পিসিতে বেশ কিছু সফট্বওয়ার ইন্সটল করা দেখলাম,যেমন Vista styler,LClock, Vista sidebar, Alky for XP,Vista sound pack,Vista theme...সেগুলা সব আন ইন্সটল করলাম,এরপর পিসি দেখতে এক্সপির মত হল। কিন্তু তারপরও কিছু জিনিস change হয়নাই,Pic গুলো দিলাম, কেওকি জানেন কিভাবে এগুলো remove করা যায়? pls help!
আমি Sajid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপি বাদ দেন।
উইন সেভেন ইউজ করেন!