উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক-২) এর আইসিএস/ফায়ারওয়াল ডিস্যাবল

আমার অফিসের ল্যাপ্টপ এর উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক-২) এর আইসিএস/ফায়ারওয়াল ডিস্যাবল হয়ে গেছে। আর একটিভ করতে পারছিনা।আর এটা ছাড়া আমি নেটওয়ার্ক ও এনাবল করতে পারছিনা। ফলে ইন্টারনেট এ ঢুকা যাচ্ছেনা।

টিটি ভায়েরা হেল্প করেন প্লীজ   ...।

Level 3

আমি রেজা এমএন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রেজা। পেশায় একজন গণক যন্ত্র পাহারাদার। গণক যন্ত্রের গঠন ও কার্যপ্রণালী এবং যন্ত্রের প্রাণ সঞ্চারে আরো অধিকতর উৎকর্ষ বিকাশের কারিগরী নিপুণতা অর্জন করতঃ কিঞ্চিৎ অধ্যয়ন করে দেশ থেকে স্নাতক হয়েছি। এরপর সরকারী মদদে এতদুদ্দেশ্যে অধিকতর বিদ্যোৎসাহে মিত্র প্রতিম (দুর প্রাচ্য) দ্বীপ দেশে বৃত্তি নিয়া গমন,অধ্যয়ন। এতদীয় আরো যুগপৎ কারিগরি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Click: Start > Run, Type: services.msc
On the new window U will find “Windows Firewall/Internet Connection Sharing (ICS)” at the lower end . Just double click it and click the Start button on the new tab.
The Windows Firewall/Internet Connection Sharing (ICS) will start ina few seconds if Ur PC is OK.