আমরা সকলেই জানি ইন্টারনেটে টাকা আয়ের অনেক পথ আছে। আমিও চেষ্টা করেছি ইন্টারনেটে টাকা আয় করার পথ বের করার কিন্তু এখন পর্যন্ত সফলকাম হতে পারিনি। নিন্মলিখিত পথগুলোতে আমি টাকা আয়ের চেষ্টা করেছি, যদি কেউ আমার সমস্যার সমাধান দিতে পারেন তবে আমাকে জানাবেন::::
১।আমার একটি ব্লগস্পট সাইট আছে ,কিন্তু সমস্যা হল যে আমি সাইটটির ভিজিটর একেবারেই পাচ্ছিনা এবং ট্রাফিক খুবই কম । তাছাড়া পেইজটির রেংক, হিট কাউন্টার বসাতে পারছিনা। সেই সাথে পেইজটিকে মনের মতো করে সাজাতে পারছিনা। কি করলে সাইটটির ভিজিটর পাব,হিট কাউন্টার বসাতে পারব, এসইও ভালভাবে ব্যবহার করতে পারব,সাইটের ট্রাফিক বাড়াতে পারব,গুগল অ্যাডে ক্লিক বাড়াতে পারব,অ্যাডসেন্স থেকে টাকা আয় করতে পারব সেটার সহজ পথ কারও জানা থাকলে জানাবেন। আমার সাইটটি আপনার সকলেই একবার হলেও ভিজিট করে দেখতে পারেন তাহলে আমার সমস্যাটা বুঝতে পারবেন::
http://www.hsmahedi.blogspot.com/
২।আমি টাইপের কাজ জানি ,বাংলা ও ইংরেজী দুই টাইপেরই স্পীড মোটামুটি ভাল আছে। গেটঅ্যাফ্রীল্যান্সারে,ওডেস্কে ডাটা এন্ট্রি কাজের জন্য বিড করলেও কাজ পাইনি। কেননা সেখানে নতুনদের জন্য কাজ পাওয়া কঠিন। আপনাদের কারও কাছে যদি ক্যাপচা এন্ট্রি ছাড়া আর কোন কম্পোজিং, টাইপিং কাজ থাকে তাহলে আমাকে জানাবেন আমি করতে রাজী আছি। বাংলাদেশে ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য কোন ফ্রিল্যান্সিং সাইট না থাকায় আমাদের মত ছেলেদের কাজ পাওয়া ইন্টারনেটে অত্যন্ত কঠিন। যদি এই সাইটের ভিজিটর, টিউনারদের কারও কাছে ঐ ধরনের কোন কাজ থাকে তাহলে আমাকে দিতে পারেন আমি দ্রুত করে দিত পারব।
৩।পিটিসি,পিটিআর,সার্ভে সাইটেও কাজ করেছি ,কিন্তু বেশীরভাগই ভুয়া। প্রথম তিন-পাঁচ মাস এই সকল সাইটের পিছনে কাজ করে প্রচুর সময় নষ্ট করেছি ।পরে জানলাম মেইলস মানি,ডিপাকো,সানফ্লাওয়ার, ক্রিষ্টি ক্লিকস প্রভৃতি সাইট স্প্যাম। যদি কারও কাছে হাই পেমেন্ট সাইট জানা থাকে যেটা থেকে আপনারা হাতে টাকা/চেক পেয়েছেন বাসার ঠিকানায় তাহলে আমাকে সাইটটির ঠিকানা দিন শুধুমাত্র সেই সকল সাইটে কাজ করতে আমি রাজী আছি।
উক্ত সমস্যাগুলি/অসুবিধাগুলি আমি টাকা আয়ের ক্ষেত্রে পেয়েছি ।যদি কেউ এর সমাধান/প্রতিকার জানেন তাহলে আমাকে জানাবেন। আমার মেইল ঠিকানা হল::[email protected]
আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to discover new , search new , find new. Want to keep myself different than person.
আপনার মত আনেকেই এই সমস্যায়। কিন্তু কি করার ? ব্লগ থেকে কি ভাবে ইনকাম করতে হবে তা আমার জানা নয়। তার পরো আমি বলি আপনি যদি ইংরেজি তে দক্ষ হন তাহলে আমার সাথে বিভিন্ন বিষয় এর উপর টপিক লিখে ইনকাম করতে পারেন।