উবুন্টুতে ব্লাক স্ক্রীন এরর

কারো কী Black/Blank Screen Bug-এর সমাধান জানা আছে। আমার অপারেটিং সিস্টেম xUbuntu 8.10. কার্নেলআপডেট করে ২.৬.২৭ থেকে ২.৬.৩৮ এ নেয়ার পর থেকে প্রব্লেমটা হচ্ছে। -মানে হ্যাং করে স্ক্রীন কালো হয়ে যাচ্ছে। কোন ভাবেই রিস্টার্ট ছাড়া আর পিসি ইউজ করা যাচ্ছে না। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ অন করার পর কোন ফোল্ডার-এ ব্রাউজ করতে গেলেই এই এরর আসছে। কিন্তু ২.২.২৭ কার্নেল-এ লগ অন করে কোনো সমস্যা হচ্ছে না।

কেউ জেনে থাকলে প্লীজ জানাবেন সমস্যাটা কী?

black screen

Level 0

আমি sorolbochon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

2.4 এর নিচে অার 2.6 এর উপরের কার্নেল একেবারেই আলাদা। এভাবে আপডেট না করে নতুন ডিস্ট্রো ইন্সটল দিন