আমি লাস্ট মানথ এ নতুন পিসি কিনি কিন্ত কয় দিন ধরে পিসির মনিটর ব্লিঙ্ক করছে। বুঝতে পারছি না হার্ডওয়্যার এর সমস্যা নাকি সফটওয়্যার এর সমস্যা। ব্লিঙ্ক করলে এই মেসেজ শো করে
তার পর আমি ড্রাইভার এর সিডি অর্থাৎ মাদার বোর্ড এর সিডি ইন্সটল দেয়ার জন্য ড্রাইভ এ প্রবেশ করাই কিন্ত সিডি ও রান হয় না। এই মেসেজটা শো করে
কি করা যায়? দোকানে নিয়ে যাব নাকি Windows সেটআপ দেব? খুব ঝামেলায় আছি। এই কয় লাইন লিখতেও আমার খবর হয়ে গেছে। ব্লিঙ্ক করলে আবার কিবোর্ড মাউস হ্যাং হয়ে যায়।
আমি billi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি Web Surfing করতে।
Jehetu notun pc kinechen tahole to warrenty thakar kotha.tai nije kichu na kore dokan e nia jawa tai valo hoy.