নিজের জানাটুকু প্রত্যেকে শেয়ার করে টিটি কর্তৃ পক্ষ কেন নয়?

শিক্ষার কোন কাল নেই নেই তার কোন সীমা। টিটি্টে ভিজিটর, লেখক সবাই নিজের জানাটুকু শেয়ার করতে বিন্দু মাত্র কার্পণ্যতা করেন বলে মনে হয় না। যাদের লেখার দক্ষতা নেই তার শুধু হৃদয়ের টানে ছবি পোস্ট হলেও করেন এমন অনেক। এখানে সবাই চাই নিজের জানাটুকু উজার করে শেয়ার করতে। তবে টিটি কর্তৃ কেন নয়?

আসল কথায় আসি।

আজ থেকে দেখতেছি, টিটিতে প্রতি পোস্টে গুগল এড দেখাচ্ছে। আমরা জানি, বাংলা সাইটে গুগোল এড পাবলিশ করা যায় না। তবু কিছু কিছু বাংলা সাইটে তবু এড দেখতে পায়। যেমন, দৈনিক কালের কণ্ঠ এবং এখন আমাদের এই টিটি।

অনেকের প্রশ্ন তা কি করে করা হয়। কিন্তু যাদের জানা তার কেউ প্রকাশ করে না।

এখন টিটি সঞ্চালকও কি চুপ থাকবে?

কারো প্রশ্ন থাকেলে Asknhelp.com প্রশ্ন রাখতে পারেন।

এটি সবার জন্য উন্মুক্ত একটি নতুন সাইট। আশা করি বাংলা সাইট হিসেবে সবাই সাপোর্ট দিবেন। আপনাদের প্রত্যেকের সাপোর্ট দানে একদিন এই সাইটও হবে তথ্য ভাণ্ডার।

পরিশেষে সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

করা যায়। এইগুলা বলতে মানা ।