আমি যিদ্দুতে একটা অ্যাকাউন্ট করে ওখানে অনেক ফাইল Upload করেছি, এবং ডাউনলোডও হয়েছে কিছু। এখন সমস্যা হলো- আমার ইউনিক ডাউনলোড সব সময় শুন্য "০" দেখায় কেন? আমি আসলে বুঝতেছিনা সমস্যাটা কোথায়, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। আমার এধরনে টিউনের জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ, আমি সুধু যানার জন্যই এই টিউন করেছি। সবায় ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খোকন। ভালোবাসি কম্পিউটাকে, ভাললাগে প্রযুক্তি, ব্লগিং, ব্রাউজিং; আর আমার সমস্যা সমাধানের জন্য আছে Google। ছাত্র হিসাবে খারাপ না, কারন যেটুকু সময় পাই facebook নিয়াই থাকি! এখনো আপনার জন্য বসে আছি এখানে আর facebook পড়তে পড়তে বিরক্ত লাগলে twitter এ চলে যাই; এখানে চেক করে দেখেন তো আছি কি না?
আপনি নিজে ডাউনলোড করলে হবে না অন্যকে ডাউনরোড করতে হবে