আমি nokia n73 ইউজ করি
এতে bluetooth এ কোন ফাইল রিছিভ করার পর তা মেসেজ ইনবক্স এ থাকে।সেখান থেকে আবার সেভ করতে হয়।
অডিও বা ভিডিও এর ক্ষেত্রে কোন সমস্যা হয় না । কিন্তু যখন কোন সফটওয়্যার রিছিভ করি তখন তা সরাসরি ইন্সটল করতে হয়।সেভ করার কোন উপায় থাকে না।
যার ফলে সফটওয়্যার টি কোনভাবে আনইন্সটল বা মেসেজ ইনবক্স থেকে ডিলিট হয়ে গেলে তা আর খুজে পাওয়া সম্বভ হয় না।
এতে সফটওয়্যার টি চিরতরে হারিয়ে যায়।
টেঁকি ভাইদের কাছে এমন কি কোন সফটওয়্যার আছে যা দিয়ে মেসেজ থেকে সহজেই মেমোরি কার্ড এ সফটওয়্যার/থিম টি সেভ করা যায়???
আমি কে.এম.শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
general student
Xplore software ta use koren….
oita install houar pore, keypad e 4 press korle messege gula chole asbe then copy/move korte parben….