আস-সালামু-আলাইকুম।
একটা বিষয়ে জানতে চাই।আমি টাটা স্কাই, ডিশ টিভি সহ যে বক্স রয়েছে তার যেকোনো একটি কিনতে চাই এবং এর প্যাকেজ নিতে চাই।কিন্তু বাংলাদেশ এ এই কোম্পানীদের কোনো আলাদা বিক্রইয় কেন্দ্র নেই।যারা এই সুবিধা দিচ্ছে তাদের ঠিকানা আমি জানিনা এবং প্যাকেজ এ কি কি চ্যানেল আছে এবং কত টাকা সেটাও জানিনা।
আপনাদের মধ্যে কেউ কি এসব ব্যাপারে জানেন?জানলে একটু কষ্ট করে জানাবেন।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
অফিশিয়াল কোনো ডিস্ট্রিবিউটার নেই। গুলিস্তানের মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম মার্কেটে পাবেন, তারাই আপনার একাউন্ট রিচার্জ করে দিবে। প্যাকেজের টাকা ভারতীয় রুপীর প্রায় ২-৩ গুণ।