আমি ব্রাহ্মানবাড়িয়ায় থাকি.........কয়েক দিন ধরে চারদিকে শুধু windows 8 ,windows 8 শুনছি।আমি বিশ্বের দ্রুততম গতির internet ব্যবহার (GrameenPhone)করি! যা দ্বারা আমার পক্ষে 2.5 Gb এর windows 8 ডাউনলোড করা সম্ভব নয়।......সুতরাং কারো কাছে যদি windows 8 (developer Edition) থাকে (অবশ্যই ISO file) তাহলে কস্ট করে আমাকে কুরিয়ার এর মাধ্যমে (blank DVD তে Write করে) পাঠালে...চির কৃ্তজ্ঞ থাকব।যদি কেউ সাহায্য করতে আগ্রহী থাকেন তাহলে আমার ইমেইল অ্যাড্রেস [email protected] এ একটু কস্ট করে যোগাযোগ করুন।{blank DVD+কুরিয়ার চার্জ } বাবদ যত টাকা লাগে তা আমি flexi-load করে পাঠিয়ে দিবো।কাউকে ইচ্ছা করে কস্ট দিতে চাচ্ছি না......কেউ যদি আমাকে সাহায্য করতে চান,আগ্রহী হন তবেই যোগাযোগ করুন।(আশা করি অন্তত এক জনের কাছ থেকে হলেও উপকারটা পাব)
আমি প্রান্তিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও আমার সেই সোনার দেশের GP (গাধার ফোন) দিয়ে উইন্ডোজ ৮ ডাউনলোড করে তামা তামা করে ফালাইছি 😀 আপনি বলেন কি দওনলাদ করতে পারবেন না। ডাউনলোড করে ইন্সটল করছি তিন দিন থেকে তবে এখন উইন্ডোজ এর ডেভেলপার প্রিভিউ চলছে তাই অনেক সমস্যা আছে আমার মতে এখন না ব্যবহার করাই ভালো। তবে যদি আপনি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এর আগে আমি টেকটিউনস থেকে এই টাইপের সাহায্য করতে গিয়ে ছ্যাকা খাইছি। 😉