আইডিবির অনেকগুলা দোকানে খুজেও দরকারমতী এসএসডি ড্রাইভ পাচ্ছি না ডেস্কটপে ব্যবহারের জন্য। ইউসিসি বললো তারা অর্ডার দিলে ট্রান্সসেন্ডেরটা এনে দিবে কিন্তু সেটা স্পীড আমার পছন্দ হচ্ছে না। ঢাকায় কি এমন কোনো দোকান বা আমদানিকারক আছে যার কাছে আমি চাহুইদামতো এসএসডি পেতে পারি? কারো জানা থাকলে শেয়ার করুন। অথবা আমি অর্ডার দিলে কেউ আনিয়ে দিতে পারবেন এমন কেউ থাকলেও জানান এখানে, অথবা আমাকে মেইল করুন।
আর ওয়েস্টার্ণ ডিজিটালের কেভিয়াল ব্ল্যাক কেমন হবে? দুইটি ৫০০ গিগা ব্যবহার করে RAID0 করলে গতি কেমন হবে? RAID0 সিস্টেম হবে 2X500GB, এর সাথে অন্য ১ টেরা হার্ডডিস্ক সাধারণভাবে ব্যবহার করতে কোনো সমস্যা আছে কি?
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
REID0 তে পারফর্মেন্স সুবিধা তেমন পাবেন না। শুধু মিরর কপি হবে এই যা। সুবিধা পেতে হলে RAID5 বা REID1 করতে হবে। প্যারিটি ছাড়া রেইড করলে কোন ডিস্ক নষ্ট হলে কপাল খারাপ।
আর এসএসডি কিন্তু ফেইল করে। ভালোটা কিনুন। ওয়েস্টার্ন ডিজিটাল হল সবচেয়ে ভালো কোম্পানি এটা বলার অপেক্ষা নেই 🙂