প্রিয় টিউনার ভাই এরা, আপনাদের কাছে ১টি সাহায্য চাইছি। আমি অন্যের জন্য অনেক ওয়েব সাইট বানিয়েছি (অফিসিয়ালি), কিন্তু আমার নিজের কোনো সাইট নাই। তাই আমি একটি ভাল সাইট বানানোর চিন্তা করছি। যা থেকে কিছু আয়ও করা যাবে আবার নিজের মনোবাসনাও পূরন হবে।
আপনারা অনেকেই অনেক বিষয় নিয়ে সাইট বানাচ্ছেন এবং ভাল রেসপন্সও পাচ্ছেন। আপনারা কি আমাকে সাজেস্ট করবেন যে কি ধরনের সাইট বানানো যায়? তাহলে খুব উপকৃত হব। আমি এই বিষয়ে খুবই কনফিউসড। আর থিম পাচ্ছি না বলে ডোমেইনও রেজিষ্ট্র করতে পারছি না। ও হ্যা আমি একটা ডেমো সাইট বানিয়েছি http://bdtech.freehostia.com এবং কিছু ডেমো কনটেন্টও পোষ্ট করেছি। আপনারাও ইচ্ছা করলে রেজিষ্ট্রি করে যা ইচ্ছা বাংলা বা ইংরেজী পোষ্ট করতে পারেন। পোষ্ট করলে খুশি হবো।
আপনাদের অপেক্ষায় র্ইলাম।
আমি zia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমম… বুঝলাম… আপনি যদি আর্নিং এর জন্য সাইট বানাতে চান তা হলে http://www.Linkinworld.com এখানে দেখবেন একটা টেম্পলেট ইউজ্ করা হয়েছে। এটা গুগোল এ্যাড্সেন্স্ এ আর্নিং এর জন্য অনেক ভালো।অর্থাৎ এই ধরনের সাইট থেকে ভালো আর্নিং করা সম্ভব। তাছাড়া আপনি পর্বরতিতে সাব ডোমেইন এ আরও সাইট বানাতে পারেন। যেমন http://www.Tech.Linkinworld.com আর ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে এই ব্লগে দু’ একটা টিউন আছে। খুঁজে দেখতে পারেন।