আমি একজন খুচরা বিক্রেতা। আমি আমার দোকানের হিসেব নিকেশের জন্য একটা ফ্রী সফটওয়্যার চাই। যার মাধ্যমে আমি আমার দোকানের সমস্ত হিসেব নিকেশ সম্পন্ন করতে পারি। সফটওয়্যার এর নাম এবং লিঙ্ক দিলে খুবি উপকৃত হব। অবশ্যই ফ্রী .........।।
আমি Md.Rokibul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মনে হয় কোন একটা দিয়ে কাজ হবে। আসলে আমার ধারণা নেই ঠিক কেমন সফটওয়্যার দরকার। তবে অপেন অফিস বা লিব্রে অফিস দিয়ে হিসাব নিকাশের কাজ সহজেই হবে। এগুলো পোর্টেবল, কাজেই সহজেই এখানে ওখানে কপি করে বা পেনড্রাইভেও ব্যবহার করা যাবে।
দোকান থেকে ৫০ টাকা দিয়ে Microsoft Office কিনে Install করুন। আর হিসাবের জন্য Microsoft Excel ব্যবহার করুন। Excel ব্যবহারে help লাগলে জানান।