সাহায্য চাই (বিনিয়োগ, টাকা উত্তোলন )

গত ২/৯/২০১১ তারিখে আমে কম্পিউটার ব্যবহারের ১ বছর পূর্ণ হল |এই একবছরে টিটি সহ আরো কয়েকটা ব্লগ থেকে টাকা আয় সংক্রান্ত অনেক পোস্ট দেখে অল্প কিছু ডলার আয় করতে সক্ষম হয়েছি|এ জন্য টিটি সহ অন্য ব্লগের সবাইকে অনেক ধন্যবাদ|
আমি গত 2011-08-29 তারিখে আমার এলার্টপে একাউন্টে মাইক্রোওয়ার্কারস থেকে ৯.১২ ডলারের একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু এখনো একাউন্টে টাকা আসেনি| এর কারণ কী ?আমার জানা মতে মাইক্রোওয়ার্কার অনেক ভালো একটা পেইং আর্নিং ওয়েবসাইট |আমি কী আরো কিছুদিন অপেক্ষা করবো ?ওদের কাছে পিন রিকুএস্ট পাঠিয়েছি কিন্তু হাতে এখনো পিন নাম্বার পাইনি |ওখানে নিচের লেখা শো করছে :

— PIN was mailed to you - activate withdrawals

PIN was mailed (to the Address you provided) on "2011-08-30"     Enter PIN number
If you didn't receive the PIN after 21 days, you can  request a new PIN 

এখন আমার করণীয় কী ?

Clicksia  থেকে প্রথমে  $1.05240 USD পেআউট করেছিলাম | একাউন্টে এসেছিলো $0.78 USD
বর্তমানে  Clicksia তে আমার একাউন্টে $4.14030 USD আছে | পেআউট করলে এলার্টপে তে কত USD আসবে?

সবকিছু মিলিয়ে যদি 5 USD  হয় তবে কোথাও বিনিয়োগ করার ইচ্ছা আছে| কোথায় বিনিয়োগ করলে সবথেকে ভালো হবে সে সম্পর্কে জানতে চাচ্ছি|

Level 0

আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রো থেকে টাকা পাবেন। আমি ১৯ দিনের দিন পিন পেয়েছিলাম। অপেক্ষা করুন। কেউ কেউ পিন দেরিতে পান। বেশীর ভাগ ইনভেস্টমেন্ট সাইটই Risky. So be careful.

thanks