গত ২/৯/২০১১ তারিখে আমে কম্পিউটার ব্যবহারের ১ বছর পূর্ণ হল |এই একবছরে টিটি সহ আরো কয়েকটা ব্লগ থেকে টাকা আয় সংক্রান্ত অনেক পোস্ট দেখে অল্প কিছু ডলার আয় করতে সক্ষম হয়েছি|এ জন্য টিটি সহ অন্য ব্লগের সবাইকে অনেক ধন্যবাদ|
আমি গত 2011-08-29 তারিখে আমার এলার্টপে একাউন্টে মাইক্রোওয়ার্কারস থেকে ৯.১২ ডলারের একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু এখনো একাউন্টে টাকা আসেনি| এর কারণ কী ?আমার জানা মতে মাইক্রোওয়ার্কার অনেক ভালো একটা পেইং আর্নিং ওয়েবসাইট |আমি কী আরো কিছুদিন অপেক্ষা করবো ?ওদের কাছে পিন রিকুএস্ট পাঠিয়েছি কিন্তু হাতে এখনো পিন নাম্বার পাইনি |ওখানে নিচের লেখা শো করছে :
— PIN was mailed to you - activate withdrawals
PIN was mailed (to the Address you provided) on "2011-08-30" Enter PIN number If you didn't receive the PIN after 21 days, you can request a new PIN |
এখন আমার করণীয় কী ?
Clicksia থেকে প্রথমে $1.05240 USD পেআউট করেছিলাম | একাউন্টে এসেছিলো $0.78 USD
বর্তমানে Clicksia তে আমার একাউন্টে $4.14030 USD আছে | পেআউট করলে এলার্টপে তে কত USD আসবে?
সবকিছু মিলিয়ে যদি 5 USD হয় তবে কোথাও বিনিয়োগ করার ইচ্ছা আছে| কোথায় বিনিয়োগ করলে সবথেকে ভালো হবে সে সম্পর্কে জানতে চাচ্ছি|
আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাইক্রো থেকে টাকা পাবেন। আমি ১৯ দিনের দিন পিন পেয়েছিলাম। অপেক্ষা করুন। কেউ কেউ পিন দেরিতে পান। বেশীর ভাগ ইনভেস্টমেন্ট সাইটই Risky. So be careful.