আগে মোবাইল দিয়ে পিসি ও অন্য মোবাইল এ পাঠানো যেত রিসিভও হত তারপর এক সময় মোবাইল দিয়ে পিসিতে পাঠাতে গেলে প্রায় সাথে সাথে "অপারেশান ফেল" আসত। কিছুদিন ধরে অন্য মোবাইলে ফাইল পাঠাতে গেলে প্রায় সাথে সাথে "অপারেশান ফেল" আসছে। এখন পিসি ও অন্য মোবাইল থেকে কোন ফাইল রিসিভও হচ্ছেনা। ভিষন সমস্যায় আছি প্লিজ সাহায্য করুন। কালকে ফ্ল্যাশ দিয়েছি। তার পর সেটিংস রিস্টোর করেছি। তবু সমস্যা যাচ্ছে না। মডেল হচ্ছে নোকিয়া ৬২৮৮
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
bluetooth ic paltaiya deken