ব্যান্ডউইডথ খরচের হিসাব চাই

আমার লিমিটেড নেট তার উপর আবার কম স্পিড। এর মধ্যে আবার মাঝে মাঝে দেখা যায় যে আমি কোন কিছু করছিনা কিন্তু DU মিটার বলছে যে ২০কেবিপিএস(KB/s) স্পিডে ডাউনলোড চলে।
এরকম এক মিনিট চললেই আমার এক মেগাবাইট চলে যায়। কিন্তু এই এক মেগাবাইট কোথায় গেল সেটা আমি কখনোই খুজে পাইনা।

তাই আমার এমন একটা সফটওয়ার দরকার যেটা কোন প্রোগ্রাম কতটুকু ব্যান্ডউইডথ খরচ করছে তা আমাকে দেখাবে। যাতে আমি অপ্রয়োজনীয় ব্যান্ডউইডথ খরচ থেকে রক্ষা পেতে পারি।

আছেকি এমন কোন সফটওয়ার?
কারও জানা থাকলে জানাবেন প্লিজ।

Level 0

আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি থাকে তবে অবশ্যই আপনাকে কেউ না কেউ দিবে .তবে অপ্রয়োজনীয় ব্রাউজিং থেকে বিরত থাকুন ।

ব্রাউজিং না করলেও তো খরচ হয়

Level 0

Apnar ki Windows Update on kora?
Antivirus auto update on kora?

    @Asad5454: এন্টিভাইরাস নিলে সমস্যা নাই সেটা বেশী খায়না।
    আমি দেখছি। নড৩২ ট্রায়াল ভার্সন ইউজ করি তো।

আপনে DU meter try করতে পারেন এইতা আপনাকে দেখাবে কি কি application net usage করতেছে।

    @হিমেল: এইটা তো শুধু কতটুকু নেট ইউজ করতেছি সেটা দেখায়।
    কিন্তু আমার দরকার কে কতটুকু নেট ব্যাবহার করে।
    আর DU meter দিয়ে যদি এটা দেখার ব্যাবস্থা থাকে জানাবেন প্লিজ।

      @abdus salam 120: DU meter :
      1.kon kon application apner internet use korteche ter list dekhte perben so apne issa korle ta khuje ber kore service ta off korte perben
      2.real time net usage dekha jay so apne jokhon net use korben na tokhon kheyal korle dekhte perben kew net usage kortese kina

আমি আসাদ ভায়ের কথাটিই বলতে চেয়েছিলাম ! এ দুটি অন করা থাকলে মেগা বাইট কাটতে থাকে ! এছাড়া অন্যকোন সফট অটো আপডেট হলে আপনার মেগাবাইট কাটতে থাকবে

আপনি এটি করতে পারেন runএ গিয়ে লিখুন msconfig লিখে যে উইনডোটি আসবে সেখান থেকে সার্ভিস এ যান , ওখানে automatic update এবং security center এদুটি টিক উঠিয়ে দিন , এছাড়াও আপনার অপ্রোয়জনীয় সার্ভিসের টিক উঠিয়ে দিতে পারেন , আশা করছি লাভবান হবেন

Level New

আমি দিচ্ছি , Net Limiter লিখে search করেন

    @ЯOBAYETH: এইটা মনে হয় ভালো।
    নামাইলাম দেখি।

HO VHAI AMI AITA USE KORSII …BALO BALO

Level 0

খেংকু…। আমারো একি problem… কাজ তা করেই ফেললাম……….. খেংকু abdus salam 120 ЯOBAYETH

Level 0

Use Firewall…..