একটু সাহায্য দরকার………………………কেউ কি করবেন???

আমি গতকাল একটা নাটক দেখি। সেখানে একটা অংশে একটা গান পরিবেশন করা হয় যা কিনা অতি সুন্দর। অতঃপর আমি সেইখান থেকে ভিডিও'র কিছু অংশ কাটি এবং mp3 ফরমেটে কনভার্ট করি। তারপর শুনতে গিয়ে দেখি গানটির সাউণ্ড কোয়ালিটি খুব একটা ভালো না। গান শুনতে স্পষ্ট কিন্তু সাউন্ড অল্প। তো টেকি ভাইদের প্রতি আমার বলার কথা হচ্ছে যে, অত্র টেকনোলোজি জগতে কি এমন কোনো সফটওয়্যার আছে যা গানের সাউন্ড বৃদ্ধি করতে পারে। কেউ জানলে একটু সাহায্য করেন। খুব দরকার।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হু আছে। ফরম্যাট ফ্যাক্টরি অপেন করেন, গান অ্যাড করেন। তারপর সেটিং এ যেয়ে দেখবেন “Volume” অপশান আছে যেটা +2dB বাড়ানো যাবে। কান ফাইট্টা গেলে আমি দায়ী না