প্রিয় টিউনারবৃন্দ, রোজার ঈদের মাত্র ২দিন আগে আমি ওডেস্কে একটি ফিক্সড জবের কাজ পাই,আমার প্রথম কাজ পাওয়া-এম এস ওয়ার্ডে একটা হ্যাণ্ডবুক করে দিতে হবে। যাই হোক, প্রথম কাজ, বিপুল উৎসাহের সাথে অনেক খাটা-খাটনি করে প্রজেক্টটা দাড় করালাম। এমপ্লয়ারকে বললাম কিভাবে সাবমিট করব? তিনি ড্রপবক্স নামে একটা সাইটের লিংক দিয়ে বলল এখানে আপলোড করেন- আমি করলাম(পিডিএফ ফরমেটে)। সে আমাকে রিপ্লাই দিল-আমার কাজ নাকি কিছুই হয়নি। আবার সে আমার কাছে ওটার .doc ফরমেটটি চাইল। তাও দিলাম এবং তা তার নির্দেশ মত প্রয়োজনীয় পরিমার্জন করে। কিন্তু তারপর থেকে তার আর কোন রেসপন্স নাই। আমি তাকে আবারও মেইল করলাম, কিন্তু সে এবারও নিরব!
এদিকে, ওডেস্ক আমাকে কন্ট্রাক্ট শেষ করতে বলছে। আমি এখন কি করি? মনটাই ভেঙ্গে গেল। ভাই আপনারা আমাকে কোন বুদ্ধি দিতে পারেন? আমি ওই ব্যাটাকে কত ফিডব্যাক দেই আর সে আমাকেই বা কত দেবে? বড় টেনশানে আছি...
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
আগেই জব এন্ড করার দরকার নেই। অপেক্ষা করে দেখুন বায়ার রেসপন্স করে কিনা! ব্যস্ততার হাজারো রকম কারণ থাকতে পারে।
আর পেমেন্ট না নিয়ে ফীডব্যাক দিয়ে কোন লাভ নেই। ওটা আপনার বা উনার প্রোফাইলে শোই করবে না।