ওডেস্কে কাজ পেলাম, করলাম, কিন্তু একি?

প্রিয় টিউনারবৃন্দ, রোজার ঈদের মাত্র ২দিন আগে আমি ওডেস্কে একটি ফিক্সড জবের কাজ পাই,আমার প্রথম কাজ পাওয়া-এম এস ওয়ার্ডে একটা হ্যাণ্ডবুক করে দিতে হবে। যাই হোক, প্রথম কাজ, বিপুল উৎসাহের সাথে অনেক খাটা-খাটনি করে প্রজেক্টটা দাড় করালাম। এমপ্লয়ারকে বললাম কিভাবে সাবমিট করব? তিনি ড্রপবক্স নামে একটা সাইটের লিংক দিয়ে বলল এখানে আপলোড করেন- আমি করলাম(পিডিএফ ফরমেটে)। সে আমাকে রিপ্লাই দিল-আমার কাজ নাকি কিছুই হয়নি। আবার সে আমার কাছে ওটার .doc ফরমেটটি চাইল। তাও দিলাম এবং তা তার নির্দেশ মত প্রয়োজনীয় পরিমার্জন করে। কিন্তু তারপর থেকে তার আর কোন রেসপন্স নাই। আমি তাকে আবারও মেইল করলাম, কিন্তু সে এবারও নিরব!

এদিকে, ওডেস্ক আমাকে কন্ট্রাক্ট শেষ করতে বলছে। আমি এখন কি করি? মনটাই ভেঙ্গে গেল। ভাই আপনারা আমাকে কোন বুদ্ধি দিতে পারেন? আমি ওই ব্যাটাকে কত ফিডব্যাক দেই আর সে আমাকেই বা কত দেবে? বড় টেনশানে আছি...

Level 0

আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জব এন্ড করার দরকার নেই। অপেক্ষা করে দেখুন বায়ার রেসপন্স করে কিনা! ব্যস্ততার হাজারো রকম কারণ থাকতে পারে।
আর পেমেন্ট না নিয়ে ফীডব্যাক দিয়ে কোন লাভ নেই। ওটা আপনার বা উনার প্রোফাইলে শোই করবে না।

ধন্যবাদ ভাই।

Level 0

আপনার কাজটা কী Fixed price এর না Hourly?? যদি প্রথমটা হয় তবে আপনার কিছুই করার নেই। কিন্তু ২য় টা হলে চিন্তা করবেন না। আপনার এমপ্লয়ার কাজে সন্তুষ্ট না হলে Dispute করবে এবং আপনি তখন আপনার কাজের প্রমাণ দিলে টাকা পাবেন।

খারাপ লাগল। তবে আমারও এরকম হয়েছে যে বেশ কয়দিন রেসপন্স পাইনি। তবে মনে হচ্ছে বায়ার কাজ উদ্ধার করে ফেলেছে। আমি সাধারনত ওয়েব সাইটের কাজ করি এবং পেমেন্ট না পেলে সবকিছু তছনছ করে দেয়ার সিস্টেম রাখি। দুইবার দুজন ফাকি দেয়ার চেষ্টা করেছে এবং আমার কিছু সময়ও নষ্ট করেছে। তবে তাদেরও কিছু লাভ হয়নি। এটা আপনার প্রথম তাই এরকম হতেই পারে। পরবর্তীতে সতর্ক থাকবেন যেন পেমেন্ট না দিয়ে কাজ হাসিল করতে না পারে। তাহলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। চেষ্টা করবেন যেন অন্তত ৫/১০ ডলার আপফ্রন্ট নিতে পারেন। যারা পেমেন্ট দেয়ার নিয়ত রাখে তারা আপফ্রন্ট দিতে তেমন একটা আপত্তি করেনা। আর ধৈর্য ধরুন, ভাগ্য ভাল থাকলে পেয়েও যেতে পারেন। কতদিন আগে শেষবার রেস্পন্স পেয়েছিলেন?

এমপ্লয়ার কি ইন্ডিয়ান? আমার এক ইন্ডিয়ান এমপ্লয়ার আমার সাথে এরকম করেছিল। প্রায় ৭০ ডলার না দিয়ে পালিয়েছিলো। আরেক ইন্ডিয়ান এমপ্লয়ার আমার ফ্রেন্ড এর সাথে এরকম করেছে। এর পর থেকে আর ইন্ডিয়ান এমপ্লয়ার এর কাজ করি না।

আমেরিকান বায়ার, প্রায় ২ সপ্তাহ আগে শেষবারের মতো রেসপন্স করেছিল।

Level 0

বুজলাম না।ড্রপ বক্সে কেন কাজ সাবমিট করতে বলে।ওডেস্কের মাদ্ধমে দিলে এ ত হয়।আই লোক আমার সাথে অ এরকম করেছে।

    @Masud Rana: কোইল্যাবোরেট করার জন্য ড্রপবক্স খুবই সুবিধার একটা জিনিস।

ফিক্সড প্রাইসের কাজে বায়ার টাকা না দিলে করার কিছুই নাই। আমার মনে হয় বায়ার আপনার টাকা মেরে দিসে। oDesk মার্কেটপ্লেসে বিড করার সময় oDesk বলেই দেয়, Fixed Price Job-এ Buyer টাকা না দিলে oDesk টাকা দিতে বাধ্য নয় এবং এই কাজের জন্য oDesk কোনপ্রকার দায়ী থাকবে না।

যারা নতুন, তাদের জন্য ভালো হয় Hourly Job করলে। আপনি অনুগ্রহ করে Hourly জবে বিড করুন।

যে কোন সহযোগীতার জন্য ফেসবুকের oDesk Bangladesh Group এ আপনাকে আমন্ত্রন: http://www.facebook.com/groups/bd.odesk/