উবুন্টু ১০.১০ এ সিটিসেলের মোডেম ইন্সটল সমস্যা

বিভিন্ন ফোরামে লিনাক্সের উপর অসংখ্য আর্টিকেল  পড়ে পড়ে এ সম্পর্কে কৌতুহল জাগে।  এরপর একদিন পরিচয় হয় বিশ্বজিৎ দাদা ও অনুপ দাদার সাথে যারা খুলনায় লিনাক্সের সিডি বিতরণ করেন। ওনারা আমাকে উবুন্টু ১০.১০ এর একটা সিডি প্রদান করেন। আমি প্রথম চান্সেই ওটা উন্ডোজের সাথে ডুয়েলবুট আকারে ইন্সটল করি। প্রথমেখুব ভাল লাগল। কিন্তু কাজ করতে যেয়ে দেখলাম নানান সমস্যা। বাংলা লেখার সমস্যা, গান শুনতে গেলে প্লাগিন ইন্সটল করতে বলে ইত্যাদি ইত্যাদি। অনেক কষ্টে অভ্র ইন্সটল করে ফনেটিক সিস্টেমে বাংলা লিখতে শুরু করলাম কিন্তু অন্যান্য অনেক সমস্যা থেকেই গেল। বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং সমস্যা। আমি ব্যবহার করি সিটিসেলের ZTE AC682 মোডেম। এটা কোন প্রকারেই উবুন্টুতে ইন্সটল করতে পারলাম না। লিনাক্সদেশ থেকে শুরু করে প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি, উবুন্টু মুশকিল আসান প্রভৃতি ফোরাম ও ব্লগ ঘেটেও কোন লাভ হলনা। বিভিন্ন deb সফটোয়ার ইন্সটল করে (উইন্ডোজ থেকে ডাউনলোড দিয়ে) দেখলাম, কিন্তু মোডেম কোনভাবেই ডিটেক্ট করে না। অনেকেই দেখলাম বিষয়টি একেবারে সহজ বলে বর্ণনা করেছেন কিন্তু আমি কেন পারলাম বুঝতে পারছি না। ঈদের সময় কম্পিউটার সাইন্সে পড়া আমার এক ভাই আসল ঢাকে থেকে সে অল্টাইম উবুন্টু ইউজ করে, সেও চেষ্টা করল এবং সফল হলনা। শেষে টেকটিউনস এ আমার প্রথম টপিক লিখছি কারন এখান থেকে আমি না চাইতেই অনেক সমস্যার সমাধান পেয়ে গেছি। যদি কেউ আমার সমস্যাটা নিয়ে একটু লেখেন তাহলে সত্যি কৃতজ্ঞ থাকব। তবে যিনিই লিখুন না কেন অনুরোধ করব আগে নিযে প্রাকটীক্যালি করে দেখে তারপর লিখবেন।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস