লিনাক্সে সফট্ওয়্যার ইন্সটল করব?

আমি লিনাক্সে কোনো সফট্ওয়্যার ইনস্টল করতে পারছি না।মডেম অডিও ড্রাইভার এগুরো তো সব exe ফাইল কোনো তো উপায় আছে ইন্টেলের আপনারা কউ সাহায্য করুন নাহলে অডিও শুনা যাচ্ছেনা।মডেম চালানো যাচ্ছেনা।এক বাজে অবস্থা আমি দুটি ওএস চালাচ্ছি বলে এখন নেট ইউজ করতে পারছি win7 দিয়েG

 

Level 0

আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://www.facebook.com/Olpojol


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্সের কোন ডিস্ট্রো? লিনাক্সে ড্রাইভার লাগেনা। কোন মডেম চলেনা শুনি?

Level 0

citycell ঢুকালে কিছুই হয়না
আমার লিনাক্স Mandriva

Level 0

gp তেও একই সমস্যা পারলে কন না পারলে ….

    @Abir: হুম। মডেম লাগানোর একটু পর কোণায় নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখবেন নতুন মডেম ডিটেক্ট করেছে। সেখানে বাংলাদেশ আর সঠিক অপারেটর সিলেক্ট করলেই কানেক্ট হবে।

    পারলে কন না পারলে ….

    এর বাকিটা কি বলুন ভাই।

Level 0

ভাই লিনাক্সে স্বাগতম। ভাই প্রথমেই বলে রাখি লিনাক্স ডিস্ট্রো (লিনাক্স মিন্ট, উবুন্টু, জোরিন ইত্যাদি) আর উইনডোজ এক রকম নয়। লিনাক্স এর জন্য আলাদা এপ্লিকেশন আছে। যেমন আমরা যেমন উইনডোজে ফটোশপ ব্যবহার করি তেমনি লিনাক্সে জিম্প। উইনডোজ এ যেমন অনেক এপ্লিকেশন আলাদা ভাবে ইন্সটল করা লাগে তেমনি লিনাক্সে নিজের ইচ্ছামত সফট ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তবে আপনি জোরিন ওএস বা লিনাক্স মিন্ট ব্যবহার করতে পারেন। কারন এতে বিল্ডইন ভাবে অনেক কোডেক, প্রয়োজনীয় সফট দেয়া থাকে। আর হা লিনাক্স ডিস্ট্রো ইন্সটল করলে অটোমেটিক ড্রাইভার পেয়ে যায়। কোন অসুবিধা হলে http://www.facebook.com/groups/129290410491929/ এই গ্রুপে যোগ দিতে পারেন।

আপনি http://forum.linuxdesh.org/ এই ফোরামে বলেন আশাকরি কাজ হয়ে যাবে … এটা বাংলাদশের লিনাক্স কমিউনিটি … হেল্প অবশ্যই পাবেন আশা করি .