দুইটা অপারেটিং সিস্টেম দিব?

আমি আমার পিসিতে উইন্ডোজ সেভেন চালাই লিনাক্স দিতে চাচ্ছি কিন্তু নতুন তাই পারছি না সেজন্য দুটি অপারেটিং সিস্টেম চালাবো ।এর জন্য virtual box আছে কিন্তু আমার সিডি ড্রাইভ খুব স্লো ফলে virtual box দিয়ে দেওয়ার সময় কাজ করা থেমে যায় ।তাই বুট করে লিনাক্স দেব।

এখন আমার প্রশ্ন আমার সি ড্রাইভে তো 7 দেওয়া আছে লিনাক্স দিতে তো একটি নতুন ড্রাইভ করা লাগবে সেটা কতটুকু তৈরী করব আর সেটা Primary করব কি করে?েএ নিয়মগুলো কারোর জানা থাকলে দিবেন উপকার হবে।

Level 0

আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://www.facebook.com/Olpojol


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার RAM এর দ্বিগুন মেমোরির সাথে প্লাস করবেন এক্সট্রা 6MB যা হয় এইরকম একটা ড্রাইভ করলেই হবে।বেশীও করতে পারেন সমস্যা নাই 😉 details জানার জন্য এইখানে দেখতে পারেন এর উপর একটা পোষ্ট আছে- http://four7wenty.wordpress.com/

    সরি এইটা উবুন্তুর জন্য।১০.০৪।আপনি কোনটা ব্যবহার করবেন তা তো বলেন নি।

Level 0

নূতন ড্রাইভ ৫জিবি এর যত উপরে রাখতে পারেন ততই ভাল। এর জন্য প্রাই মারী করার দরকার নাই।আপনি নূতন ড্রাইভ তৈরী করুন এবং উবুন্টু সিডি বা পেনড্রাইভ ডুকিয়ে তারপর যথা নিয়মে কাজ করলেই হবে…আমার ল্যাপ্টপে চারটা অপারেটিং সিস্টেম আছে, XP,Win-7,Ubuntu 10.10 &Ubuntu 11.04
আপনি অপারেটিং সিস্টেম ইন্সটল এর সময় লোকেশন দেখিয়ে দিলেই হবে…আমি ৫-৬ মাস আগে এসব নিয়ে অনেক সময় ব্যয় করে…ভেবেছিলাম টিউন করব ।।কিন্তু সময় হয়ে উঠেনা…

Level 0

Thaks

ভাই c ড্রাইভেই পারবেন, আপনি উইন্ডোজের মধ্যেই উবুন্টু/মিন্ট/আরো কিছু Linux OS ইন্সটল করতে পারবেন, যা বেশ ভালো কাজ করে। এবং ভাল না লাগলে উইন্ডোজ থেকে আন-ইন্সটল করে দেবেন। আর ইন্সটল করার সময় অপশন পাবেন Linux কে কতটুকু জায়গা দিতে চান। উইন্ডোজ অন রেখে Linux CD ঢুকান ও inside windows নির্বাচন করে এগিয়ে যান হয়ে যাবে। আল্লাহ হাফেয।

Level 0

amar o Sam problem…………………..?