আমি আমার পিসিতে উইন্ডোজ সেভেন চালাই লিনাক্স দিতে চাচ্ছি কিন্তু নতুন তাই পারছি না সেজন্য দুটি অপারেটিং সিস্টেম চালাবো ।এর জন্য virtual box আছে কিন্তু আমার সিডি ড্রাইভ খুব স্লো ফলে virtual box দিয়ে দেওয়ার সময় কাজ করা থেমে যায় ।তাই বুট করে লিনাক্স দেব।
এখন আমার প্রশ্ন আমার সি ড্রাইভে তো 7 দেওয়া আছে লিনাক্স দিতে তো একটি নতুন ড্রাইভ করা লাগবে সেটা কতটুকু তৈরী করব আর সেটা Primary করব কি করে?েএ নিয়মগুলো কারোর জানা থাকলে দিবেন উপকার হবে।
আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.facebook.com/Olpojol
আপনার RAM এর দ্বিগুন মেমোরির সাথে প্লাস করবেন এক্সট্রা 6MB যা হয় এইরকম একটা ড্রাইভ করলেই হবে।বেশীও করতে পারেন সমস্যা নাই 😉 details জানার জন্য এইখানে দেখতে পারেন এর উপর একটা পোষ্ট আছে- http://four7wenty.wordpress.com/