আমার মাথার ভেতর কয়েক দিন যাবত Computer Programming ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি এ বিষয়ে অত বেশি জানি না।এর জন্যে আবার কিছু প্রশ্ন নিয়ে মূর্খ মানুষের মত আপনাদের নিকট হাজির হলাম,আমার পূর্ন বিশ্বাস যে বরাবর এর মতো এবারও আমি আমার প্রশ্নের যথাযথ উত্তর পাব।
প্রশ্ন ১- আমি যদি ভবিষ্যতে CSE (Computer Science & Engineering) নিয়ে পড়ি তাহলে কি programming শিখতে পারবো? মানে Programming কি CSE এর অন্তর্ভুক্ত? ( আমি বর্তমানে Science এর ছাত্র ) যদি না হয় তাহলে আমাকে কোন বিষয় নিয়ে পড়তে হবে? ( আমি শুনেছি Computer Science & Programming একটি আলাদা বিষয় Computer Science & Engineering এর সাথে এর কোন লেনাদেনা নেই )
প্রশ্ন ২- আমি যদি এখন Programming এর উপর কোন কোর্স করতে চাই ( যেমন ৬ মাস) তাহলে কোথায় করতে পারবো? ঢাকাতে যদি কোথাও ভালোভাবে শেখার ব্যবস্থা থাকে তাহলে তার ঠিকানা দিলে খুবই উপকৃত হতাম।
প্রশ্ন ৩- Adobe Flash এর জন্যে কি ActionScript জানা থাকা খুবই প্রয়োজন?আমি শুধু এ্যানিমেশন করতে চাই।
আপাতত এই কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই আমার চলবে।
আপনাদের সাহায্যের আশায় একজন মূর্খ মানুষ
আমি sid khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। সিএসই পড় বা না পড় প্রোগ্রামিং যেকোন ভাবে শেখা যাবে, তবে প্রাতিষ্ঠানিকভাবে সবার সাথে মিলে যা শিখবে তা অন্য কোথাও ১০০০০ টাকা দিয়েও শিখতে পারবেনা। CSE or CSP or CS যেটাই বল বাংলাদেশে সবই একই, পড়ার বাইরে অযথাই ফিজিক্স, ম্যাথ, ইকোনোমি পড়তে হবে।
২। বাইরে শেখার প্রচুর জায়গা আছে, তবে সাজেস্ট করবো সেসব না করতে। নিজে বই নিয়ে অনুশীলন কর, কাজে লাগবে। আর সময় হলে শেখার এত সুযোগ আসবে যে আলাদা কোচিং এর চিন্তা মাথায়ও আসবেনা।
৩। একশান স্ক্রিপ্ট দিয়েই ফ্লাশ নিয়ন্ত্রণ করা হয়। তাই অবশ্যই শিখতে হবে। তবে এখনই কিছু শিখতে চাইলে সি প্রোগ্রাম বা পাইথন শিখ, ওয়েব শিখতে চাইলে এইচটিএমএল আর পিএইচপি শেখ। কাজে লাগবে অনেক।
তুমি শেষে লিখেছ “আপনাদের সাহায্যের আশায় একজন মূর্খ মানুষ” এটা দেখে তোমার পোস্টের মন্তব্য দিতেই ইচ্ছা করেনি। নিজেকে এভাবে হেয় মনে করলে কিছুই করতে পারবানা। আবার অভার কনফিডেন্টও ভালোনা। ঠিক আছে? ঃ)