ভাইয়ারা,
আমি একটা এসার এর এল সি ডি মনিটর কিনলাম
এবং Gedmei ar TV card ও কিনলাম
কিন্তু ডিশ এর লাইন লাগালে কেমন জানি ঘোলা দেখা যায়। আমার ডিশ এর লাইন একদম পরিষ্কার।।
একই লাইন আমি টিভি তে ও দেখি আমার টিভি তে ঝকঝকে দেখা যায়। তাছারাও আমার বন্ধুদের বাসায় ও
একই অবস্থা। এটা কেন হয় কেউ যানালে উপকৃত হব। আর পরিষ্কার দেখার উপায় থাকলে জানাবেন।
আমি ডিভিডি প্লেয়ার এ ও তেমনি ঝাপসা দেখি। আমার চোখ ২টা যাবে মনে হচ্ছে।
আমি --রাফি--। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিভি কার্ড দিয়া এরকমই দেখায় 🙁 আমি কিন্সি ৩০০০ দিয়া, ছবির কোয়ালিটি দেইখ্যা রাগে ফালাই রাখসি