মোজিলা ফায়ারফক্স বিষয়ে সাহায্য চাই

কিছুদিন আগে কোন এক জায়গায় পোস্ট দেখে মজিলাতে যেকোন সাইটের ওয়াপ বা মোবাইল ভার্সন দেখার জন্য একটা এড-অন (নামটা মনে নেই) যুক্ত করেছিলাম।এরপর থেকে যেকোন সাইটে ঢুকলে আগে এর মোবাইল ভার্সন দেখাচ্ছে।অনেক সাইটের মোবাইল ভার্সন থেকে ফুল ভার্সন বা ডেস্কটপ ভার্সনে যাওয়ার উপায় নেই সেক্ষেত্রে খুবেই সমস্যা হয়।এই সমস্যা থেকে বাঁচার জন্য এড-অন টি ডিজাবল এবং ডিলিট করার পরেও কাজ হয়নি।ফায়ারফক্সের সেটিংস ঘেঁটে কোথাও কোন অপশান খুঁজে পেলাম এটির সমাধানের জন্য।আমার প্রশ্ন হল এটি কি কোনভাবে ঠিক করা যাবে নাকি মোজিলা আন-ইন্সটল করে পুনরায় নতুন করে ইন্সটল করতে হবে?

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাডঅনের নাম যতদুর সম্ভব User Agent Switcher। এসব সমস্যা থেকে মুক্তি পেতে পোর্টেবল ফায়ারফক্স ব্যবহার করেন। কোন সমস্যা হলে বুকমার্ক ব্যাকআপ রেখে ফোল্ডার মুছে দিলেই ল্যাঠা চুকে গেল।

Level 0

Tune ta ami diyechilam.
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/44953/

Mozilla restart diley hobe

Phony অথবা User Agent Switcher হতে পারে। Phony হওয়ার সম্ভাবনায় বেশি। দুটোই আরেকবার ইনষ্টল করে ডিএক্টিভেট করে দেখতে পারেন। Phony হলে ডিএক্টিভেট করার আগে Desktop mode সিলেক্ট করে নিয়েন। 😛