আমি লিনাক্সের ডিস্ক কিনেছি এখন এটা আমি উইন্ডোজের সাথে চালাবো বলে Oracle VM VirtualBox এর মাধ্যমে লিনাক্স সেটআপ দিতে চাই সেটআপ দেওয়ার নিয়ম আমি জানি কিন্তু আমার সিডি ড্রাইভ খুব Weak ফলে এটি সেটআপ দিতে 1.30 ঘন্টার মত লাগবে যে ধৈর্য আমার নেই ।তাই আমি এটি হার্ডডিস্কে কপি করে দিতে চাচ্ছি।কিন্তু হার্ডডিস্ক থেকে তো ISO ফাইল করে দিতে হয় ।তাই আমি আমার লিনাক্সের ডিস্কগুলোর ফাইলকে ISO তে করে লিনাক্স সেটআপ দিতে চাচ্ছি ।
তাই আপনাদের কাছে প্রশ্ন আমি ISO file তৈরী করতে ডিস্কের ভেতরের কোন কোন ফোল্ডাগুলো কপি করব নিচে ছবি দিলাম ডিস্কের ভেতর এই চারটি জিনিস আছে।কোনগুলো দিব।
আমার কাচে ISO Maker সফট্ওয়্যার আছে আপনাদের কাছে আরও ভার ISO তৈরীর Soft থাকলে লিংটি দেন।
আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.facebook.com/Olpojol
http://www.filehippo.com/download_magiciso/