নতুন ব্লগসাইটের ব্যাপারে সাহায্য চাই, প্লিজ, প্লিজ, প্লিজ..

ওয়ার্ডপ্রেসে নতুন একটি ফ্রি ব্লগসাইট খুলেছি। খুলেই বিপদে পড়ে গেছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন আমাকে একটু হেল্প করুন, প্লিজ,,,
আমার ব্লগসাইটের ঠিকানা- https://vetscorner.wordpress.com

১. অন্যেরা কিভাবে আমার সাইটে রেজিঃ করবেন, কিভাবেই বা তারা পোস্ট লিখবেন?
২. আমি কিভাবে আমার সাইটের জন্য লগইন পেইজ তৈরি করব?
৩. গুগল-এ আমার সাইট সাবমিট করব কিভাবে?

ভাই, যারা জানেন দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আপনাদের মাধ্যমেই উদ্বুদ্ধ হয়ে কাজটি শুরু করেছি। আর তাই টেকটউনস্‌ ও এর সম্মানিত টিউনারদের জানাই অশেষ কৃতজ্ঞতা। আমি কিছু বিষয়ে টেকটিউন থেকে হেল্প নিয়েছি। বাকি বিষয়গুলোর জন্য আপনাদের দারস্থ হয়েছি, দয়া করে উপরোক্ত ৩টি বিষয়ে হেল্প করুন, প্লিজ..

Level 0

আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমা পারুম না। (জানলে তবেতো !!) ।

google-e ei bishoya likha search din paya jaben. eirokom plugin diya kora jai.

Level 0

আপনার সাইটে কউ রেজিস্ট্রেশন করতে পারবে না আপনাকে wordpress.org তে ব্লগ খুলতে হবে তাহলে পারবে আর wordpress.org তে খোলা ঠেলা আছে

Level 0

আপনি ভাল ছেলের মত ফ্রী ডোমেইন আর হস্টিং দিয়ে ওয়ার্ডপ্রেস এর একটা সাইট বানান।
dhmart.info তে হস্টিং নিলে মনে হয় অন্য ইউজার রেজিস্ট্রেশান করতে পারবে

wordpress.com এ আপনি ইউজার রেজিস্ট্রেশন করাতে পারবেন না তবে অতিথি হিসেবে অন্যকে আপনার ব্লগে লিখতে আমন্ত্রন জানাতে পারবেন । তিনি আমন্ত্রন পাবার পর ইচ্ছে করলে আপনার ব্লগে লিখতে পারবেন ।
আপনি যদি এই মুহুর্তে ইউজার রেজিস্ট্রেশনটা খুব গুরূত্বপূর্ন মনে করেন তাহলে dot.tk থেকে একটা ডোমেইন এবং dhmart.info থেকে ফ্রি হোস্টিং নিতে পারেন । wordpress.org নিয়ে ভালো ভালো টিউন আছে এখানে । সেগুলো পড়ে দেখুন কাজটা অসাধ্য হবে না । ভয়ের কিছু নেই ।

এক টা জিনিস বুজলাম না। শুধু হাতে গনা কয়েক টা হস্ট থেকে হস্টিং নিলে wordpress.org এ অনন্যারা রেজি করতে পারবে?

যে কোন হস্টিং থেকে বা আপনি ফ্রী হস্টিং এ হস্ট করলেও কোন সমস্যা হবে না। মূল ব্যাপার হছে wordpress.org এর টা আপনাকে পেরসনালি হস্ট করে চালাতে হবে। সেটা আপনি যেখান থেকেই নেন।

আরো কোন কিছু জানার থাকলে মেইল করবেন বা এখানে জিজ্ঞেস করতে পারেন।

তায়ফুর রহমান ভাই… দারুন একটা ব্লগ।

১. অন্যেরা কিভাবে আমার সাইটে রেজিঃ করবেন, কিভাবেই বা তারা পোস্ট লিখবেন?
২. আমি কিভাবে আমার সাইটের জন্য লগইন পেইজ তৈরি করব?
৩. গুগল-এ আমার সাইট সাবমিট করব কিভাবে?

১। উঃ যদি আপনার সাইট এ কাউকে পোস্ট করতে হয় তবে অবশ্যই তাকে রেজি. করতে হবে এর জন্য যে পোস্ট করবে তাকে অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস.কম এ একটা ব্লগ খুলতে হবে। কেননা আপনার সাইটটি হচ্ছে “ফ্রী”। যদি আপনি ডোমেইন-হোস্টিং নেন, এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ইন্সটল করেন, তাহলে যে কেউ আপনার সাইট এ রেজিঃ করে ব্লগ লিখতে পারবে। (just like “techtunes.io”, “lyricslab.gmsujon.com” etc.)
২। উঃ আপনার দ্বিতীয় প্রশ্নটা ঠিক মতো বুঝলাম না। আপনার ত নিজের লগিন পেজ আছে। (https://vetscorner.wordpress.com/wp-login.php). যদি আপনি ভিসিটরদের জন্য লগিন পেজ তৈরি করতে চান, তবে আপনাকে ডোমেইন-হোস্টিং কিনতে হবে। (বেশি দাম না ত, মাত্র ১৭০০/- প্রতি বছর)
৩। গুগল.কম এ আপনার সাইট সাবমিট করার জন্য http://www.google.com/addurl ক্লিক করুন।

ধন্যবাদ। আর কিছু জানতে আমার সাইট এ ভিসিট করতে পারেন, কমেন্ট করতে পারেন।
http://shawon.gmsujon.com/

সবাই এত ভালো ক্যান? ভাই আপনাদের প্রত্যেককে হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা।