এখন উইন্ডেজ সেভেন মেরে আপনাদের সাহায্য চাচ্ছি
আমি আজ লিনাক্সের সিডি কিনে লিনাক্স সেটআপ দিলাম সেট আপ দেওয়ার আগে সি ড্রাইভ ফরমেট মারলাম কিন্তু লিনাক্স অন্য একটি ড্রাইভ বানিয়ে সেটাতে ইন্সটল হল।
আচ্ছা হলে হোক আমার কি!তারপর ইনস্টল কমপ্লিট হওয়ার পর যখন চালু হল তখন দেখলাম ভালই ।কিন্তুআমি কোনো সফট্ওয়্যার ইনস্টল করতে পারি না যে সফট্ওয়্যার এ যাই লেখা থাকে setup.exeআর ডাবল ক্লিক করলে বলে কিসের মাধ্যমে সফট্ওয়্যার ওপেন করব।কিন্তু উইন্ডোজ এক্সপি ও সেভেনে তো কোনো exe ফাইল কারোর মাধ্যমে ওপেন করতে হয়না
আবার মডেম ভরলাম ড্রাইভার ইন্সটল হয়ে সফট্ওয়্যার হয় না setup.exe দেখায় কার মাধ্যমে ওপেন করব আমার মডেম সিটিসেল ।নেট ব্রাউজ করব কি করে! তাহলেআমাকে আপনারা বলুনি এসব কি ভাবে করব উইন্ডেজ এ তো ডাবল ক্লিক করলে সফট্ওয়্যার ওপেন হত।
আর এসব সমস্যার সমাধান পাবার পর আমি লিনাক্স ও উইন্ডেজ একসাথে চিালাতে চাচ্ছি তাই একসাথে দুটি অপারেটিং সিস্টেম চালানোর নিয়মটা কউ বললে ভাল হত আর আমার সফট্ওয়্যার ওপেনের সমস্য অবশ্যই বলবেন
আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.facebook.com/Olpojol
উইন্ডোজের মত লিনাক্সে exe অটো এক্সিকিউটেবল ফাইলনা। তাই exe ফাইল চলবেনা। সিটিসেল মোডেম চালানোর অন্য কোন সিস্টেম আছে(আমার জানা নেই)। লিনাক্সে সফটওয়্যার সেন্টার/রিপো থেকে সফটওয়্যার ইন্সটল করতে হয়। টিউনটি সাহায্য বিভাগে নেয়ার অনুরুধ রইল।