ভাইয়ারা খুবই বিপদে আছি,সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

টেকটিউনস আমার খুবই প্রিয় একটি ওয়েব সাইট,আমি আর সবার মত এত বেশি কিছু জানি না প্রযুক্তি সম্পর্কে এর জন্যে যখনি সময় পাই টেকটিউনসে ঢুকে ঘাটাঘাটি করি নতুন কিছু জানার ইচ্ছা নিয়ে,ইদানিং আমি একটা সমস্যায় পড়েছি কিন্তু মূর্খ মানুষ বলে এর সমাধান করতে পারছি না তাই আজ প্রথমবার এর মতো আপনাদের সরণাপন্ন হলাম এই বিশ্বাস নিয়ে যে আপনাদের মধ্যে কেউ না কেউ আমার সমস্যাটির যথাযথ সমাধান দিতে পারবেন।এইবার আসি বিস্তারিত আলোচনায়

আমাদের বাসায় দুইটা কম্পিউটার,একটা ডেস্কটপ আরেকটা ল্যাপটপ।সমস্যা হচ্ছে আমি যখন ডেস্কটপ থেকে কোন ডিস্ক বার্ণ করি আমার লেপটপ ওটা পড়তে পারেনা।

অনেকে আমাকে সমাধান দিলেন লেপটপ এর ড্রাইভার আপডেট দিলে ঠিক হয়ে যাবে,কিন্তু দূর্ভাগ্য বশত হয়নি।আমি ডিস্ক বার্ণ করার জন্যে সাধারনত Nero 6 Ultra ব্যবহার করি আর যে কোন ফাইল Data mode এ বার্ণ করি,এই সমস্যা সমাধানের জন্যে অন্য বার্ণার ব্যবহার করেছি কিন্তু কাজ হয়নি।আমার ল্যাপ্টপ এর মডেলঃ

HP CQ42-126TU

কনফিগারেশনঃ Pentium(R) Dual-Core CPU

T4500 @ 2.30GHz

1.19 GHz,  1.93 GB of RAM

আমি আমার ডেস্কটপ ও ল্যাপটপ দুটোতেই Windows XP, SP2 ব্যবহার করছি

আর কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন আমি যথাযথ উত্তর দিবো।

আপনাদের সাহায্যের আশায় একজন মূর্খ মানুষ....................................................

বিঃদ্রঃ এটাই আমার প্রথম লেখা কোন প্রকার ভুল হলে ক্ষমাপ্রার্থী।

Level 0

আমি sid khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ISO 9665 মুডে রাইট করেন। UDF ব্যবহার কইরেন না