About Linux Help Me!

আমি আমার পিসিতে লিনাক্স সেটআপ দিতে চাচ্ছি।কিন্তু লিনাক্স সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি ।

১.লিনাক্সে কি ফটোসপ,ইলাস্ট্রেটর এগুলো চলবে?

২.গেম কি চলবে যেগুলো উইন্ডোজ এ চলে?

৩.মাইক্রোসফট অফিস চলবে ?

৪.যদি এগুলো না হয় তাহলে কি আমি লিনাক্স ও উইন্ডোজ ৭ একসাথে চালাতে পারব?

উত্তরগুলো জানালে উপকার হবে

Level 0

আমি Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://www.facebook.com/Olpojol


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স মানে অবাধ স্বাধীনতা……
লিনাক্স উইন্ডোজ এর মত এত hing config ram & processor লাগে না।
আর compiz effect দেখলে তো বলবেন উইন্ডোজ মানুষ কেন চালায়! (ইউটিউব এ খুজুন compiz লিখে)
লিনাক্স একদম ফ্রী এবং এতে কোন ধরনের ক্র্যাক খোজার ঝামেলা নাই……
লিনাক্স এ কোন ভাইরাস নাই………
লিনাক্স, উইন্ডোজ এর মত সেটআপ দেয়ার ২দিন পর পর স্লো হবে না। স্মুথলি চলবে বসরের পর পর………

(আপনি যেহেতু নতুন তাই আপনি উবুন্টু অথবা লিনাক্স মিন্ট যেকোনো টা ব্যাবহার করতে পারেন। তবে আমি উবুন্টু চালাই এবং আমার কাছে এটা চরম লাগে। ওয়েবসাইট, http://www.ubuntu.com )

আরও জানতে নিচের লিঙ্ক টা দেখুনঃ
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=1051&start=0

অথবাঃ
https://www.techtunes.io/linux/tune-id/79879/

আপনার উত্তরঃ

১। লিনাক্স এ সম্ভবত ফটোশপ এর থেকেও উন্নত সফটওয়্যার আসে যার নাম গিম্প। এটা সম্পূর্ণ ফ্রী।

২। ভাই লিনাক্স কাজ এর জিনিস এখানে গেম নাই উইন্ডোজ এর মত কারন গেম কিনতে হয় আর লিনাক্স এ যা আছে সব ফ্রী তাই লিনাক্স টাকা দিয়ে কোন কিছু আমাদের কে কিচু দেয়ার পক্ষপাতি না। তবে আপনি অনেক গেম পাবেন……

৩। লিনাক্স এ অফিস ইন্সটল করার কোন ঝামেলা নাই। এটা তে অফিস দেয়া এ থাকে। যেমন উবুন্টু ১১.০৪ এ libre office দেয়া আসে যা কিনা একদম ফ্রী। এটা খুব এ উন্নত মানের যা কিনা মাইক্রোসফট অফিস এর সব কাজ করতে পারে।

৪। আপনি লিনাক্স ও উইন্ডোজ একই সাথে চালাতে পারবেন, কোন সমসসা ছাড়াই। লিনাক্স iso ডাউনলোড করে নিন বা সিডি জোগাড় করুন। তারপর সেটা wubi দিয়ে সেটআপ করুন এবং “install inside windows” ব্যাবহার করুন। এটা দিয়ে করলে লিনাক্স আপনার পিসি তে উইন্ডোজ এর ভিতরে নরমাল প্রোগ্রাম এর মতই ইন্সটল হবে এবং আপনি উইন্ডোজ এর সফটওয়্যার যেভাবে আনইন্সটল করেন ওভাবেই এটাকে আনইন্সটল করতে পারবেন।
মজার ব্যাপার হল এটা ইন্সটল করতে ঘণ্টার পর ঘণ্টা লাগে না উইন্ডোজ এর মত, মাত্র ১৫ মিনিটেই যথেষ্ট।
বিস্তারিত এখানে দেখুনঃ
https://www.techtunes.io/linux/tune-id/79914/

Level 0

এ হে আরেকটা প্রশ্ন : বাংলা লেখা যাবে বিজয় দিয়ে

Level 0

citycell চলবে আমার তো সিটিসেল আর গ্রামীন

    @Abir: ওগুলোতো কত আগে থেকেই চলে।লাগাবেন মাত্রই অটো ডিটেক্ট করবে।শুধু দেশ আর মোবাইল কোম্পানীর নাম সিলেক্ট করে দিলেই হবে ।সমস্যা ছিল শুধু ওয়াইম্যাক্স মডেমগুলো নিয়ে।

    @Abir: লিনাক্স ডিস্ক কিনতে হবে না।একটা ব্ল্যাঙ্ক সিডি কিনে তাতে যেকেউ থেকে রাইট করে নিয়ে যেতে পারেন।আমি চট্টগ্রামে নইলে আমার থেকেই নিতে পারতেন।