মোটামুটি ১ বসরের উপরে হবে, আমি techtunes এ আসছি ।সেই থেকে আমি এর ভক্ত। যত দিন যাচ্ছে ততই আমি এর প্রেমে পরে যাচ্ছি।এখানে আসার পর আমার সামনে টেকনোলজির এক বিশাল দুয়ার উন্মুক্ত হয়েছে যা কিনা আমার মায়ের ভাষায় লেখা।
কিছুদিন যাবত কয়েকটা বিষয় নিয়ে একটু confused তাই চিন্তা করলাম টেকি ভাইদের সাহয্য নিলে কেমন হয়।প্রতিটা বিষয়েই টিউন হয়েছে । সেগুলার link দিলেও চলবে।
(১) আমি একটা pvt uni তে cse(2nd sem) পরছি।৫ বসর যাবত ডেস্কটপ চালাচ্ছি । এখন চিন্তা করছি freelancing করব .তাই একটি লাপটপ কিনব।আমি মুলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা নিয়ে কাজ করব। আমি মোটামোটি এমন একটা কনফিগারেশন চাই যাতে আমার মিনিমাম ৪ বসর যায়। আমার বাজেট সর্বোচ্চ ৩৮০০-৪০০০০।
কোন মডেল/ব্র্যান্ড তা বর্তমানে ভাল এবং দাম ও আমার নাগালে ? পরামর্শ চাই। আমি শনিবারে ইনশাল্লাহ IDB তে যাব। শনিবার কি IDB খোলা থাকে?
(২) আমি বর্তমানে win 7 চালাচ্ছি। এখন চিন্তা করছি পাশাপাশি win xp ও চালাব। techtunes এ লিনাক্স সম্পর্কে জেনে এখন আবার ubuntu 9.10(এটা বর্তমানে আমার কাছে আছে) চলাতে মন চাঁচ্ছে। এখন আমার প্রশ্ন হল আমি কি আমার c dive এ তিনটা OS setup দিতে পারব ? এবং আমার বাকি ড্রাইভ গুলা কি অক্ষত রেখেই দিতে পারব এবং যদি next time এগুলা বাদ দিতে চাই তাহলে কি শুধু c drive ফরম্যাট দিলেই হবে? এবং সেটআপ কি প্রচলিত নিয়মেই দিতে পারব?
আমার আসল প্রশ্ন হল আমি কি আমার c drive ছাড়া অন্য ড্রাইভ অক্ষত রেখে যেকোন সময় যেকোনো OS দিতে পারব ? আমার hdd er file system NTFS এবং c drive এ ডিস্ক স্পেস ৬০+ GB
(২) DVD(.VOB) ফরম্যাটের কোন মুভি ফাইল কে .mkv or .MP4 or .AVI ফরম্যাটে কিভাবে নিব এবং একাধিক মুভি থাকলে আলাদা করব কিভাবে?
সাবটাইটেল ঠিকমত না মিললে কিভাবে সমাধান করব? মুলত মুভি কালেকশন করার জন্য vob এ বেশি জায়গা লাগে তাই MP4/MKV/AVI ফরম্যাটে এ সেভ করতে চাচ্ছি।
আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।
মুভি .mkv H264. HQ. করার জন্য সবথেকে ভালো Handbrake সফটয়ার|
ফ্রী ওয়ার তাই ক্রেক সিরিয়াল এর ঝামেলা নাই|দারুন কাজ করে|
ডাউনলোড লিঙ্ক:
http://handbrake.fr/downloads.php
গাইড:
https://trac.handbrake.fr/wiki/WindowsGuiGuide#no1
আমি মুভি রিপ করার সময় নিচের সেটিংস ব্যবহার করে থাকি|কোয়ালিটি একদম অপরিবর্তিত থাকে|
PICTURE:
Preset: High profile
Container: MKV File
Cropping : Top: 0,Bottom: 0,Left: 0,Right: 0
VIDEO:
Video Codec: H.264 (x264)
FPS: Same as source.
SUBTITLES:
Track: Vobsub. (যদি থাকে) > check Burned In > Press Add
এবার Add to Queue প্রেস করুন |এবার লিস্ট টা আসলে Encode press করুন|
১ টা মুভি রিপ হতে ঘন্টাখানেক লাগতে পারে |
🙂