৩টি সমস্যার সমাধান চাই।…………… খুব ই সহজ। আমি ভালভাবে জানিনা। আপনি হয়ত জানেন। …………………

মোটামুটি ১ বসরের উপরে হবে, আমি techtunes  এ আসছি ।সেই থেকে আমি এর ভক্ত। যত দিন যাচ্ছে ততই আমি এর প্রেমে পরে যাচ্ছি।এখানে আসার পর আমার সামনে টেকনোলজির এক বিশাল দুয়ার উন্মুক্ত হয়েছে যা কিনা আমার মায়ের ভাষায় লেখা।

কিছুদিন যাবত কয়েকটা বিষয় নিয়ে একটু confused তাই চিন্তা করলাম টেকি ভাইদের সাহয্য নিলে কেমন হয়।প্রতিটা বিষয়েই টিউন হয়েছে । সেগুলার link দিলেও চলবে।


(১) আমি একটা pvt uni তে cse(2nd sem) পরছি।৫ বসর যাবত ডেস্কটপ চালাচ্ছি । এখন চিন্তা করছি freelancing করব .তাই একটি লাপটপ কিনব।আমি মুলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা নিয়ে কাজ করব। আমি মোটামোটি এমন একটা কনফিগারেশন চাই যাতে আমার মিনিমাম ৪ বসর যায়। আমার বাজেট সর্বোচ্চ ৩৮০০-৪০০০০।

কোন মডেল/ব্র্যান্ড তা বর্তমানে ভাল এবং দাম ও আমার নাগালে ?        পরামর্শ চাই। আমি শনিবারে ইনশাল্লাহ IDB তে যাব। শনিবার কি IDB খোলা থাকে?

(২)  আমি বর্তমানে win 7 চালাচ্ছি। এখন চিন্তা করছি পাশাপাশি win xp ও চালাব। techtunes  এ লিনাক্স সম্পর্কে জেনে এখন আবার ubuntu 9.10(এটা বর্তমানে আমার কাছে আছে) চলাতে মন চাঁচ্ছে। এখন আমার প্রশ্ন হল আমি কি আমার c dive এ তিনটা OS setup দিতে পারব ? এবং আমার বাকি ড্রাইভ গুলা কি অক্ষত রেখেই দিতে পারব এবং যদি next time এগুলা বাদ দিতে চাই তাহলে কি শুধু c drive  ফরম্যাট দিলেই হবে? এবং সেটআপ কি প্রচলিত নিয়মেই দিতে পারব?
আমার আসল প্রশ্ন হল আমি কি আমার c drive ছাড়া অন্য ড্রাইভ অক্ষত রেখে যেকোন সময় যেকোনো OS দিতে পারব ? আমার hdd er file system NTFS এবং c drive এ ডিস্ক স্পেস ৬০+ GB

(২) DVD(.VOB) ফরম্যাটের কোন মুভি ফাইল কে .mkv or .MP4 or .AVI  ফরম্যাটে কিভাবে নিব এবং একাধিক মুভি থাকলে আলাদা করব কিভাবে?

সাবটাইটেল ঠিকমত না মিললে কিভাবে সমাধান করব? মুলত মুভি কালেকশন করার জন্য vob এ বেশি জায়গা লাগে তাই MP4/MKV/AVI ফরম্যাটে এ সেভ করতে চাচ্ছি।

Level 0

আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মুভি .mkv H264. HQ. করার জন্য সবথেকে ভালো Handbrake সফটয়ার|
ফ্রী ওয়ার তাই ক্রেক সিরিয়াল এর ঝামেলা নাই|দারুন কাজ করে|
ডাউনলোড লিঙ্ক:
http://handbrake.fr/downloads.php
গাইড:
https://trac.handbrake.fr/wiki/WindowsGuiGuide#no1
আমি মুভি রিপ করার সময় নিচের সেটিংস ব্যবহার করে থাকি|কোয়ালিটি একদম অপরিবর্তিত থাকে|
PICTURE:
Preset: High profile
Container: MKV File
Cropping : Top: 0,Bottom: 0,Left: 0,Right: 0
VIDEO:
Video Codec: H.264 (x264)
FPS: Same as source.
SUBTITLES:
Track: Vobsub. (যদি থাকে) > check Burned In > Press Add
এবার Add to Queue প্রেস করুন |এবার লিস্ট টা আসলে Encode press করুন|
১ টা মুভি রিপ হতে ঘন্টাখানেক লাগতে পারে |
🙂

অনেক ধন্যবাদ

প্রথমেই বলে নেই তোমার ল্যাপটপ কেনা সম্পর্কে। যেহেতু তুমি ঐ ল্যাপটপ আগামী চার বছর ব্যবহার করবে, চেষ্টা করো latest model এর ল্যাপটপ কিনতে। প্রসেসর মিনিমাম core i3 or core i5 কিনবে। দাম কিছুটা বেশী পড়লেও চেষ্টা করো। কেননা ল্যাপটপ তুমি চাইলেই upgrade করতে পারবে না।

second problem.
একই ড্রাইভ এ একাধিক OS Setup দেয়া যায় না। যেটা করতে পার তা হলো একাধিক ড্রাইভ create করে তারপর ভিন্ন ভিন্ন ড্রাইভ এ ভিন্ন ভিন্ন OS setup দিবে। আর OS setup এর সময় অবশ্যই xp তারপর vista/seven এবং ubuntu সবার শেষে সেটাপ দিতে হবে।
oops…tumi kore sob likhe fellam. sorry 😀

    @বাকের: আগে উবুন্তু তারপর ৭ তারপর এক্সপি দিলে কি সমস্যা? লিনাক্সে ঢুকে গ্রাব আপডেট করলেই হবে। এক ড্রাইভে কয়টা ওএস নিবেন বলেন? আমি তিনটা চালাই।

      @মিনহাজুল হক শাওন: ak drive a alada boot sector toyri korte parle ak drive a onek os dia somvob . ta cara kono vabe somvob noy. ager version age install korte hobe ata universal truth , but mr shown vhi porer version age dia ki vabe windows setup dilam ata amar posno ? age nije sotik vabe janun terpor onno ke suggest korun, laptop kinte jogagoj korun amar number a 01685793049 (hardware & software Engimeer) . onek e nije valo kore na jene onek post kore thaken ata theke biroto thakben. Bangla te akhon lik te par lam na a jonno sorry .

আচ্ছা আমি বাংলা তে কি করে লিখব- এখন বাংলা লিখতে গেলে সামু তে লিখে কপি পেস্ট করতে হয়

আমি আসলে GPU এর ব্যাপারটা ক্লিয়ার হতে পারছি না।

অশেষ ধন্যবাদ।

Arnab Mukherjee, একটু কষ্ট করে অভ্র বাংলা কীবোর্ড ডাউনলোড করে ইন্সটল করে নিন। আশা করি আর কোন সমস্যা হবে না।
http://www.omicronlab.com/avro-keyboard-download.html

যা বলি ভালো করে শুনেন।

১# ইনটেল সেকেন্ড জেনারেশান চিপসেট সহ ভালো ল্যাপটপ ৫০ হাজারের মত পড়বে। খুব ভালো কনফিগারেশান। মডেল ডেল এন৫১১০, দাম এখন ৪৮ হাজারের মত। এটা কিনলে ভবিষ্যতে ইনটেল সেকেন্ড জেনারেশান কোর আই৭ পর্যন্ত বাড়ানো যাবে।

২# আমি পরামর্শ দিব উইনডোজ এক্সপি না চালাতে। কারণ ব্যখা করতে পারছিনা। তবে লিনাক্স চালাতে পারেন। ৯.১০ মানে ২০০৯ সালের ১০ম মাসে বের হওয়া রিলিজ। এগুলা পুরানো আর অনেক নতুন ডিভাইস সাপোর্ট করেনা। উবুন্তু ১০.১০ বা ১১.০৪ কিংবা লিনাক্স মিন্ট ১০ বা ১১ ব্যবহার করা উচিত। মিন্টে অনেক সফট দেওয়া থাকে। আপডেট করে নামাতে হয়না। আর লিনাক্সে কাজ করতে হলে ড্রাইভে ৩০ গিগা রাখা উচিত। পরে সুবিধা হয়। উইনডোজের জন্য ৪০+ রাখা লাগে। আর হ্যা। এক ড্রাইভে আপনি লিনাক্স আর উইনডোজ দিতে পারবেন। Wubi নামের একটা ছোট্ট সফট লাগবে। লিনাক্সে ২০ গিগা আর উইনডোজে ৪০ গিগা দিলে কাজ হয়ে যাবে। আলাদা পারটিশানের ঝামেলা নেই।

৩# এখানে দেখুন https://www.techtunes.io/video-editing/tune-id/60233/

শাওন ভাই এর সাথে একমত…

@ শাওন ভাই ল্যাপটপ এর প্রসেসর কি পরিবর্তন করা যায় নাকি? গেলে কই করা যায় একটু বলবেন…

১। ডেল কিনেন। আমি চালাচ্ছি। চরম জিনিস।

সাজ্জাদ ভাই মডেল কি? দাম কত? আমার পরিচিত একজকে ডেল কিনে দিসিলাম, ১ মাসের মধ্যে সাউন্ড চলে গেসে, পরে ঠিক করে আনছি।vostro 3400, i3+ 3gb ddr3+ 320 hdd+ 3 yrs warrenty = 51000 tk . পরে খবর নিলাম আমাকে ঠকাইসে।

Level 2

laptop asus core to duo t6680. hard disk: 320 memo :2gb 14″ led display processor:2.20ghz.ai configure -er koto dam hote pare? keu ki janaben.ata ki valo configure?janale khushi hotam.

@মোতালেব ভাই, configuration কি হবে সেটা নিরভর করে আপনার কাজের উপর।