তোমাদের হাত ধরে শুরু হোক আমাদের পথচলা..

সকল টেক টিউনার ভাই ও বোনদের সালাম ও বাসি ঈদ এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন....টেক টিউন এর স্বর্গরাজ্যে এ আমার প্রথম পথ চলা...তাই ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি...বিজ্ঞ টিউনারদের টিউন পড়ে যে টুকু ক্ষুদ্র অভিজ্ঞতা লভ্ধ হয়েছে তার ফলশ্রুতিতে একটি ব্লগ সাইট তৈরী করেছি কিন্তু কিছু কিছু ক্ষুদ্র জিনিস যেমন ফীড যুক্ত করা,সহজে এড পাওয়া,ওয়েব মাস্টার টুলস এর ব্যবহার,সুন্দর লিঙ্ক লিস্ট তৈরী ইত্যাদি বিষয় যদি চেইন টিউন আকারে আমাদের মত ক্ষুদ্র টিউনার দের মাঝে উপস্থাপন করেন তাহলে চির কৃতজ্ঞ থাকব.আর ব্যক্তিগত ভাবে আমি জানতে চাই টেক টিউন এ প্রফাইল ফটো আপলোড করার উপায়...

...আমার ব্লগটি এখানে গেলে দেখেতে..ধন্যবাদ..আল্লাহ আপনাদের মঙ্গল করুক.

Level 0

আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস