প্রিয় টেকি ভাই বন্ধুরা, ব্লগারে bX-vaxz4l এই সমস্যার সমাধান কি?

প্রিয় টেকি ভাই বন্ধুরা, ব্লগারে bX-vaxz4l এই সমস্যার সমাধান কি? ব্লগারে আমি আমার ব্লগে যেতে (এডিট/নতুন ব্লগ লিখতে) পারছি না। আমার ব্লগ গুলো দেখা যাচ্ছে কিন্তু অন্নান্য কিছু করতে গেলেই আমাকে এমন একটা পেইজ দেখাচ্ছে।

প্রিয় টেকি ভাই বন্ধুরা, এই বিষয়ে আপনাদের হেল্প চাই। কি করলে এই সমস্যার সমাধান হবে।

১

আমরা দুঃখিত, আমরা আপনার অনুরোধ পূরণ করতে পারি নি৷

ব্লগার সমর্থনে অথবা ব্লগার সহায়তা গোষ্ঠীতে এই ত্রুটি রিপোর্ট করার সময়, দয়া করে:

  • এই ত্রুটি দেখা দেওয়ার সময় আপনি কি করছিলেন তা বর্ণনা করুন
  • নিম্নলিখিত ত্রুটি কোড এবং অতিরিক্ত তথ্য সরবরাহ করুন৷
bX-vaxz4l

অতিরিক্ত তথ্য

host: www.blogger.com
uri: /home

এই তথ্য আপনার নির্দিষ্ট কোন সমস্যা নিরূপণ এবং তা সমাধান করতে আমাদের সহায়তা করবে! অসুবিধা হওয়ার জন্য আমরা দুঃখিত৷

সহায়তা সন্ধান করুন

অন্য কারওর একই সমস্যা আছে কি না দেখুন: bX-vaxz4l-এর জন্য ব্লগার সহায়তা গোষ্ঠী অনুসন্ধান করুন
আপনি যদি এই অনুসন্ধানের কোনও ফলাফল না পান তাহলে, একটি নতুন বিষয় শুরু করতে পারেন৷ দয়া করে আপনার বার্তাতে bX-vaxz4l উল্লেখ করার ব্যপারে নিশ্চিত হন৷

Level 0

আমি সাহাদাত উদরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসান ভাই, এই সমস্যার সমাধান চাই!

ভাই এই বিষয়ে আমার ধারনা নাই। 🙁
ব্লগ নিয়ে যারা টিউন করে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন।

আপনার টিউনটি “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগে স্থানান্তর করা হল।
টেকটিউনস বান্ধব যেকোন সাহায্যের জন্য দয়া করে “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগটি ব্যবহার করুন।

আমার ব্লগ আছে কিন্তু আমি ব্লগে কিছু পারিনা :'(

আপনি কি মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন? যদি তাই হয় তাহলে এই সমস্যা হতে পারে।

সমাধানঃ এই ধরনের সমস্যা হলে কীবোর্ড থেকে “CTRL+R” (শুধু মাত্র ক্রোম ও ফায়ারফক্স এ) চাপ দিন। দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারন আমিও এই সমস্যায় ভুগেছি, যদিও এখন ব্লগার.কম এ পোস্ট করা হয়না। বিশেষ প্রয়োজনে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন।

আপনার সমস্যার সমধান হলে জানাবেন। ধন্যবাদ।

asd

ভাই যদি কাস্টম টেমপ্লেট অথবা থিম ব্যাবহার করেন এবং কোডিং এ ভুল হয় তাহলে এরকম হতে পারে। সেক্ষেত্রে টেমপ্লেট অথবা থিম চেন্ঞ্জ করে দেখতে পারেন। চেন্ঞ্জ করার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন।
http://techbirds.blogspot.com/

amar shata chat koran bola dece [email protected]