এই কাজে আমি নতুন। মাস কয়েক হচ্ছে শুরু করেছি। বাসায় একটা ল্যাপটপ নিয়ে কাজ চালিয়ে যাওয়া। অল্প সময়ে বেশ কিছু কাজ সফল ভাবে করেছি। যে কথা বলতে চাচ্ছিলাম, কয়েক মাস হলো আমি গোড্যাডি থেকে রিসেলার প্যাকেজ নিয়ে নিজের করা সাইট হোস্টিং করতেছি। কিছুদিন আগে এক গ্রাহকের সাথে কাজের চুক্তি সম্পাদন কালিন সে আমার কাছে ইনকাম ট্যাক্স এর সার্টিফিকেট আছে কিনা জানতে চাই। আমার যেহেতু টিন সার্টিফিকেট নেই তাই আমি সরাসরি থাকে "না" বলি। এটে সে অবাক হয়, আমার কাজের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করে। কারণ, যে কোন সময় আমার হোস্টিং সার্ভিস সরকার বন্ধ করে দিতে পারে। তার সাথে আমার ডোমেইন এবং হোস্টিং চুক্তি ৩ বছরের। উনাকে অনেক ভাবে বুঝিয়েছি। কিন্তু তার সন্দেহে সে অভিচল থাকে। টিউনার বন্ধুরা, আসলে কি টিন সার্টিফিকেটের প্রযোজন আছে? কারো জানা থাকলে প্লিজ বিস্তারিত জানান।
আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টিন লাগলে তো আমার টা আগেই জেতো।