হার্ডডিস্ক ড্রাইভ এ পার্টিশন সমস্যা

ডাইনামিক পার্টিশন থেকে কিভাবে বেসিক পার্টিশনে নেয়া যায়, ডাইনামিক পার্টিশনে Windows7 , Xp bott হয় না । খুবই সমস্যায় আছি। সাহায্য করলে খুবই উপকৃত হব।  আমার হার্ডডিস্ক ৫০০ জিবি, কিন্তু  মাইকম্পিউটারে শো করে মাত্র ২৫০জিবি, মাই কম্পিউটারে গিয়ে ডিস্ক ম্যানেজম্যান্টে এ দেখলাম, ২৫০ জিবি দেখাছে Unallocated ড্রাইভ, ড্রাইবের উপর ক্লিক করে ফরম্যাট করতে গেলাম ফরম্যাট নেয় না। উইন্ডোজ সেটাপ দেবার সময় পার্টিশন করবে তাও দেখাচ্ছে  Unallocated Disk Space 250 Gb । এ সমস্যাটি নিয়ে বড় ঝামেলায় আছি। কিভাবে এটার সমাধান করব ।

Level 0

আমি Nayan Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওটা ফরম্যাট হবেনা, কারণ ফরম্যাট টাইপই আছে। আপনি ক্রিয়েট নিউ পার্টিশন দিন, তারপর ড্রাইভ বানান, পারলে একটা স্ক্রিনশট দিন।