সব কিছু ডিজিটাল হচ্ছে তবে আমাদের বায়োডাটা ডিজিটাল হাবে না কেন ??? বাংলাদেশের প্রথম পোর্টফলিও ওয়েব সাইট করতে চাই। মানে যেখানে মানুষের বায়োডাটা থাকবে।
আমাদের যাদের Personal ওয়েব সাইট আছে আমার তাতে নিজের পোর্টফলিও তৈরি করি। যা Freelancing এর কাজ করতে গেলে অন্যকে দেখাই। বা অনেক কাজে লাগে। আর অনেকের Address link দেখা যায় অনেক বড় হয়ে যায়। মুখস্ত রাখা যায় না।
যাই হোক এতো কথা না বাড়িয়ে আসল কথায় আসি।
আমার সম্পূর্ণ Plan এর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতেছি, দেখুন আর অবশ্যই মতামত দিন কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করবে ওয়েব সাইট টি তৈরি করবো কিনা...
ওয়েব সাইট টিতে প্রত্যেকের আলাদা Address Link হবে। যেমনঃ http://www.abc.com/rahat , http://www.abc.com/hossen , http://www.abc.com/abir
যে কেউ বিনা মূল্যে Registration করে বায়োডাটার একটি ফর্ম থাকবে সেটা পূরণ করবে। সে যা যা তথ্য দিবে তা দিয়ে একটি বায়োডাটা বা পোর্টফলিও বা CV তৈরি করবো।
ফর্ম এর তথ্যগুলোর মধ্যে থাকবে -
*ছবি
*ঠিকানা
*শিক্ষাগত যোগ্যতা
*কোন কোন বিষয়ে আগ্রহি।
*সে কি কি পারে
*তার অভিজ্ঞতা
*কোন কোন সাইটে ব্লগিং করে তার লিঙ্ক
*FB,twitter,Yahoo,Skype etc. ID
*যোগাযোগ
আরও অনেক কিছু।
মোট কথা একজন মানুষ তার সম্বন্ধে যা যা দিতে চায় তা তা নিয়ে বায়োডাটা তৈরি হবে।
এছাড়া আর একটি বড় সুবিধা থাকবে সেটা হল, যারা Registration করবে তাদের সকলকে ডিজিটাল ভিজিটিং কার্ড করে দেওয়া হবে। মানে যে কোন মোবাইল থেকে একটি কোড লিখে SMS পাঠালে আপনার সম্পর্কে ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে কিছু তথ্য দিবে। তথ্য গুলোর মধ্যে হতে পারে- আপনার নাম,মোবাইল নম্বর,ইমেইল,ওয়েব সাইট ইত্যাদি। অর্থাৎ ধরুন যেকোনো মোবাইল থেকে abc(Space)ID লিখে ১২৩৪ নাম্বারে পাঠিয়ে দিলে আপনার তথ্যগুলো SMS back আসবে। মোটকথা এটা কাগজের ভিজিটিং কার্ড এর বিকল্পে ডিজিটাল ভিজিটিং কার্ড হিসাবে কাজ করবে।
যেমনঃ (Write SMS) abc RAHAT - 1234 (send)
আরও অনেক সুবিধা পাওয়া যাবে এখান থেকে।
এখন সকলে মতামত দিন। যত বেশি ভোট ততো এটা বাস্তবিত হবার সম্ভবনা বেশি।
আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি কাজ শুরু করবো। Sponsor দের সাথে কথা বলব। তাই আপনিও মতামত দিন ও অন্যকে মতামত দিতে বলুন।
Plan যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকের এই পেজে Like দিন। এটি আপনাদের মতামতের বড় প্রমাণ। Sponsor দের দেখালে ভালো Support পাবো।
ভোট দিন - cv.moumachibd.com
লেখাটি সবার সাথে শেয়ার করুন। Address – plan.moumachibd.com
হোসেন রাহাত।
(যে কেউ চাইলে লিখাটি কপি করে অন্য সাইটে দিতে পারেন)
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ভাই
অনেক সুন্দর একটা আইডিয়া digital বাংলাদেশ বানাতে . আমার মনে হয় আপনার কাজটা তারাতারী সুরু করা উচিত . আপনি এই কাজটা করতে পারলে বাংলাদেশ এগিয়া যাবে.সমালচনা থাকতে পারে আপনি এগিয়া যান.
আপনাকে অনেক ধন্যবাদ.