মাইক্রোওয়ার্কার্স বিষয়ে সাহায্য চাইছি

মাইক্রোওয়াকার্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন করতে হয়। এড্রেস এডিট করার পেজে এড্রেসের জন্য দুটি ঘর আছে Address টাইটেলে । এই দুটি ঘরের কোনটাতে কি কি কিভাবে লিখব বুঝতে পারছি না । আর state/region বলতে কি বুঝিয়েছে? যারা ইতোমধ্যে এড্রেস ভেরিফাই করেছেন তারা দয়া করে কোন উদাহরণের মাধ্যমে ঠিকানার ঘরগুলো পূরণের পদ্ধতি বুঝিয়ে দিলে উপকৃত হবো । আমি ছোট মানুষ এগুলো সম্পর্কে কোন অভিঞ্জতা নাই । দয়া করে সাহায্য করুন । ধন্যবাদ ।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই দয়া করে ডিক্সনারি দেখেন শব্দ দুইটার মানে জানতে পারবেন ।

ভাই দেখেন লিঙ্ক টা, কোন উপকার হলে জানাবেন…
http://www.freeimagehosting.net/newuploads/79348.jpg

আচ্ছা ভাই, ঠিকানা সাবমিট করার পরে কি তারা পিন নাম্বারের চিঠি পাঠিয়ে দিবে নাকি চিঠি পাঠানোর জন্যে আরো কিছু করতে হবে?

চিঠি পাঠানোর পর আপনার withdraw এর পেজ এ একটা তারিখ দিয়ে দিবে ওরা, “০৪-০৯-২০১১ তারিখে আপনার চিঠি আপনার মেইলিং অ্যাড্রেস এ পাঠিয়ে দেওয়া হয়েছে, চিঠি পাওয়ার পর পিন এন্ট্রি করুন” এরকম টাইপ লেখা আসবে। এই টাইপ লেখা আসলেই বুঝতে হবে আপনার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে…ঠিকানা সাবমিট এর পর আর কিছু করা লাগবে না, জাস্ট কাজ করে জান আর চিঠির জন্য ওয়েট করুন, আমার ১৪ দিন লাগছিল চিঠি আসতে…ধন্যবাদ

Level 0

state/region ঘরে আপনি যে এলাকায় থাকেন সে এলাকার নাম দিবেন। যেমন আপনি ঢাকার ফার্মগেট এলাকায় থাকেন তাহলে উক্ত বক্সে ফার্মগেট এর নাম দিবেন।

ধন্যবাদ মামুন ভাই বুলবুল ভাই ।