ডলার নিয়ে হঠাত করে ধরা খেয়ে গেলাম, ঈদের পর ছাড়া পাব ইনশাল্লাহ
০৩/০৯/২০১০ তারিখে জীবনে প্রথম আব্বার কাছ থেকে ৩৫০ টাকা নিয়ে p6 প্যাকেজ টা নেই ইন্টারনেট নেওয়ার জন্য, ঐ দিন থেকে ই আউটসোর্সিং এর লাইনে এসে পড়লাম। তো ২৬/০৮/২০১১ তারিখে ছোট্ট একটা বড় রকমের ঝামেলায় পড়লাম আমার।
একটু সংখেপে বিশাল আকারে বর্ননা করি, একটু কষ্ট করে পড়েন ভায়েরা, ভাল মন্দ ২ টা ই লাগবে। ইচ্ছা হল আমার এক পরিচিত লোক কে কল দেই, দিলাম...উনি রিসিভ করলেন...এরপর নিচের কথোপকথোন হল...
এখানে আমি নিজে “abdullah” আর জাকে কল দিছি সে “rocky”
আব্দুল্লাহ : ভাই, আসসালামুয়ালাইকুম, ভাল আছেন? আমারে চিন্তে পারছেন?
রকি : হ্যা, আব্দুল্লাহ কি খবর?
আব্দুল্লাহ : এইত ভাই, কিছু ডলার বিক্রি করতে চাই, কিনবেন নাকি?
রকি : কত আছে?
আব্দুল্লাহ : আমার কাছে নাই, বাট আপনি নিলে আমি ম্যানেজ করে দিব, মোট ৩৫০ ডলার হবে
রকি : ও আচ্ছা, ওকে আব্দুল্লাহ, আমি তোমাকে একটু পরে জানাব
আব্দুল্লাহ : ঠিক আছে ভাইয়া, বাট নিতে চাইলে আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম কইরেন, আমাকে একজনের কাছ থেকে নিয়ে আপনাকে দিতে হবে।
রকি : ওকে আমি জানাচ্ছি একটু পরে।
আব্দুল্লাহ : ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে, আল্লাহ হাফেয
তারপর আমি অপেক্ষা করতে থাকি, প্রায় ৪/৫ ঘন্টা পর মিষ্টার রকির ফোন আসল...
আব্দুল্লাহ : হ্যা ভাইয়া বলেন
রকি : হ্যা তুমি নিয়ে নাও, আমি নিব ডলার গুলা
আব্দুল্লাহ : মোট ৩৫০ ডলার কিন্তু
রকি : ওকে, সমস্যা নাই, তুমি নিয়ে নাও
আব্দুল্লাহ : এখন তো ১০ টা বাজে রাত, তো আমার ডলার নিতে নিতে রাত ১২ টা বাজতে পারে, তখন কি আপনাকে কল দিব? তখন নিবেন ডলার?
রকি : না না, সমস্যা নাই, অত রাতে আর কল দিতে হবে না, তুমি নিয়ে রেখো আমি সকালে নিব ডলার
আব্দুল্লাহ : ওকে ভাইয়া, সকাল কয়টার দিকে আপনাকে কল করব?
রকি : ১০/১১ টার দিকে ফোন দিও
আব্দুল্লাহ : ওকে ভাইয়া, আমি নিয়ে রাখব
রকি : ওকে খোদা হাফেয
আব্দুল্লাহ : ওকে ভাইয়া, আল্লাহ হাফেয।
এরপর সকাল হল, ১০.৩০ এ কল দিলাম, মোবাইল অফ, গেল আমার টেন্সন বেড়ে, কল এর পর কল দিতে থাকলাম, কিছুক্ষন দেওয়ার পর খোলা পেলাম ফোন, বাট মিষ্টার রকি ফোন রিসিভ করল না, টেন্সন এর মাত্রা গেল বেড়ে, কারন আমার নিজের টাকা দিয়ে আমি ডলার কিনে রাখছি, এখন যদি সেল করতে না পারি তাহলে মহা বিপদ, সামনে আবার ঈদ, ওনাকে মেসেজ ও দিলাম, “আমাকে কল করেন” তো আমার এমন মনে হল যে উনি মনে হয় জানে ই না কিভাবে মোবাইল এর মেসেজ দেখে, কিভাবে কল রিসিভ করতে হয়, এই মাত্র ভুমিষ্ঠ হল এরকম ভাব আরকি ওনার মধ্য। তো জা ই হোক আমি টেন্সন করতে লাগ্লাম আর ওনাকে কল করতে লাগ্লাম, বাট উনি ফোন আমার রিসিভ ই করল না, একটু পর পর এভাবে রাত ৮.৪০ টা পর্জন্ত ট্রাই করলাম, এর পরেও নো রেস্পন্স। দিলাম ডলার সেল এর আশা ছেড়ে। উনি থাকে জয়পুরহাট এ। ওখানে আমার এক ক্লাস্মেট ওনার খুব ক্লোজ ফ্রেন্ড, ঐ ক্লাস মেট এর সাথে আমি ৪ বছর পড়াশোনা করি (ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স) সেই খাতিরে ই ঐ ক্লাস্মেট কে কল দিয়ে ঘটনা খুলে বললাম, ও বলল সরি, আমি এই ব্যাপারে তোমকে হেল্প করতে পারব না। আমার আর কি করা, দিলাম ফোন রেখে। এই হল কাহিনী।
এখন আপ্নারা হয়ত আমাকে কমেন্ট করবেন, “আপনি আন্দাজে ভাল ভাবে শিওর না হয়ে ক্যান নিতে গেলেন ডলার” । আর তখন আমি কমেন্ট এর রিপ্লাই দিব “আগে ওনার কাছে অনেক ডলার বিক্রি করছি, আর উনি টাকা ও দিছে টাইম মত”। বাট এইবার এই ধরনের চিটারি ক্যান করল তা উনি আর ওনার মনের ভিতরের ইবলিশ ভাইজান জানে।
এরপর মানুশ টা সম্পর্কে এক্তু জানতে ইচ্ছা হল, গুগল এ ওনার ফোন নাম্বার(০১৭১৯-০০০৬৫৬) লিখে সার্চ দিলাম। এরপর ঐ পিকচার এ দেওয়া ইনফর্মেশন আসল। ওখানের একটা জিনিস দেখে একটু অবাক লাগল, উনি লিখছে “আমি চিটার দের ঘৃনা করি”। তো উনি আমার সাথে যে কাম টা করল এটা কি চিটারি না ? যদি তাই ই হয় উনি কোন টাইপের চিটার? উনি নিজের হাতে টাইপ করে লিখছে যে “আমি চিটার দের ঘৃনা করি”। মুনাফেক টাইপ লোক ছাড়া কিছু ই না ইনি।
তো জা ই হোক এর পর উনি আর কল দেয় নাই আমারে, কিছু জানায় ও নাই। আর জারা পোস্ট টি পড়লেন তাদের কাছে একটা ই রিকুয়েস্ট জাদের সাথে লেন্দেন করবেন বুঝে শুনে কইরেন, আমার মত ধরা খাইয়েন না। আর আমারে নিয়ে টেন্সন কইরেন না, ডলার জা কিনে ফেলছি MUST বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ(দোয়া করবেন আমার জন্য), তবে একটু লেট হবে এই আরকি। আর উনি আমারে ছোট খাট একটা ঝামেলায় ফেলে দিল ঈদের আগে।
ওকে, সকল মুসল্মান ভাইদেরকে ঈদের শুভেচ্ছা রইল, আর জানি না ওনার সম্পর্কে জা বললাম তা গীবত করা হল কি না। যদি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থি। আর পোষ্ট টি দারা যদি কোন ভাইয়ের উপকার হয় তাহলে আমার ৩৩ মিনিট ব্যায় টা সার্থক, পোষ্ট টি লিখতে আমার ৩৩ মিনিট লাগল মোট।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেয, আসসালামুয়ালাইকুম।
আমি vaio। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo laglo. Thanks