গত কয়েক দিন যাবত আমার পিসি তে এরর মেসেজ দেখাইতেসে windows কয়েকবার দিছি,স্ক্যান করছিকিন্তু কিছুই হচ্চছে না।পিসি চালু করলে কয়েকবার এই জাতীয় মেসেজ দেখায়।পিসি অনেক স্লো।কেও এর সমাধান জানলে প্লিজ জানান।
আমি gramerpola। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ভাইরাসের জন্য কারন যে প্রোগ্রামের জন্য ওয়ার্নিং দেয়া হচ্ছে তা একটি ভাইরাস। তথ্য – http://angui123.cn/VirusEncyclopedia/37433.html এটি দুর করার জন্য নিচের কাজ গুলো করে দেখতে পারেন। প্রথমে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে নিন। তারপর কম্পিউটারে চালু হলে পেনড্রাইভ দিয়ে ভাল কোন আপডেটেড এন্টিভাইরাস ইনস্টল করে সম্পূর্ন কম্পিউটারে স্ক্যান করুন। তবে গুরুত্ব পুর্ন বিষয় হল আপনি কম্পিউটারে ইনস্টল করে আগে পেনড্রাইভ দিয়ে এন্টিভাইরাস ইনস্টল করুন। এন্টিভাইরারস ইনস্টল করার আগে কোন ড্রাইভে ঢুকবেন না। আর যে পেনড্রাইভ দিয়ে এন্টিভাইরাস ইনস্টল করবেন তাতেও যেন আবার ভাইরাস না থাকে তা দেখে নিন। আসা করি কাজ হবে।
এটা ভাইরাসের জন্য কারন যে প্রোগ্রামের জন্য ওয়ার্নিং দেয়া হচ্ছে তা একটি ভাইরাস। তথ্য – http://angui123.cn/VirusEncyclopedia/37433.html
এটি দুর করার জন্য নিচের কাজ গুলো করে দেখতে পারেন।
প্রথমে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে নিন। তারপর কম্পিউটারে চালু হলে পেনড্রাইভ দিয়ে ভাল কোন আপডেটেড এন্টিভাইরাস ইনস্টল করে সম্পূর্ন কম্পিউটারে স্ক্যান করুন। তবে গুরুত্ব পুর্ন বিষয় হল আপনি কম্পিউটারে ইনস্টল করে আগে পেনড্রাইভ দিয়ে এন্টিভাইরাস ইনস্টল করুন। এন্টিভাইরারস ইনস্টল করার আগে কোন ড্রাইভে ঢুকবেন না। আর যে পেনড্রাইভ দিয়ে এন্টিভাইরাস ইনস্টল করবেন তাতেও যেন আবার ভাইরাস না থাকে তা দেখে নিন। আসা করি কাজ হবে।