ব্লগারে কিভাবে নিজস্ব ডোমেইন সেট করা যায় ?

হ্যালো টিউনারস

কেমন আছেন সবাই, আশাকরি ভালো আছেন সবাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমি ব্লগারে আমার একটি নিজস্ব ডোমেইন সেট করতে চাই, কিন্তু পারছিনা, কিভাবে করব জানিনা। আমার ডোমেইন টি ইকরা সফট থেকে কিনা। আমি আমার ডোমেইন অ্যাকাউন্ট এ DNS সেটিং করতে পারছিনা কীভাবে করব কেঊ জানলে আমাকে সাহায্য করুন ।

 

PLEASE   PLEASE    PLEASE   PLEASE

Level 0

আমি সাইফুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেইন এর কন্ট্রোল প্যানেল থেকে “CNAME” আর “A-records.” এ দিয়ে সিনেইম এর জন্য নির্ধারিত বক্সের Name জায়গায় www এবং Host এর জায়গায় ghs.google.com দিবেন সেভ করবেন এরপর A-records ট্যাবে গিয়ে নিচের চারটি আইপি বসিয়ে দিবেন।

216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21

এরপর ব্লগারে পাব্লিশিং অপশানে গিয়ে কাষ্টম ডোমেইনে গিয়ে উক্ত ডোমেইনটি সেট করে দিবেন।এরপর না হলে ফ্রি ডিএনএস ব্যবহার করে ডোমেইন সেট করতে হবে।বাংলাদেশী ডোমেইন প্রোভাইডারদের ডোমেইন অনেক সময় ফ্রি ডিএনএস ছাড়া সেট করা যায় না।