Sony Internet TV………সাহায্য চাই……………..

আমার ভাই uk  থেকে একটা sony internet tv আনছেন।
MODEL: KDL-40NX713
SOFTWERversion: PKG5-034EUS-0108
সবকিছু ঠিকমত লাগানর পর tune করার পর দেখি যে অল্প কিছু চ্যানেল আসে, তাও আবার সাউন্ড আসে না। তারপর ডিশ এর লাইন ঠিক করলাম(এই লাইন ে নরমাল টিভি লাগালে একদম ক্লিয়ার দেখা যায়)।
কিন্তু  ইন্টারনেট টিভিতে সব চ্যানেল আসেনা+ যেগুলা আসে সেগুলার পিকচার ক্লিয়ার হলেও সাউন্ড আসে না।
আমার ভাই লন্ডন এ ১৫ দিন টিভিটা চালাইছেন, সেখানে সব ঠিক ছিল।
কোন টিঊনার যদি সমাধান দেন, তাহলে বড়ই উপকার হয়। বেচারা আমার ভাই, শখের টিভির জন্য এখন খুব ই মন খারাপ করে বসে আছে।

আমার ধারনা টিভির হার্ডওয়্যার এবং ডিশ লাইন এ কোন প্রব্লেম নেই। সমস্যার মুল হল টিভির softwere(os). এটা মনে হয় ইঊরপিয়াণ দেশের জন্য সেটআপ করা।
টিভিটাকে বাংলাদেশে চালানর জন্য কি করতে পারি?????

Level 0

আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai…best option hocche Bangladesh a sony rangs ar kono customer care center a call kore apnar problem ta bola…

ভাই বলছি, আমার বাসা নারায়ণগঞ্জ, এখানকার শো রুম এর একজন লোক কে আনছিলাম, উনি পারেন নাই। আসলে কি বলব ভাই , অই লোকটার চাইতে আমি ই ভালো পারি।

(আমার একট n95 mobile(এটাও uk theke ana) এর রিবন নষ্ট হয়ে যাবার পর, নকিয়া কেয়ার এ নিয়েছিলাম, আমাকে বলল কয়েকদিন পর ফোন করে বলবে সমস্যা কি? কত টাকা লাগবে। ৭ দিন পর ফোনে বলল ৮১০০ টাকা লাগবে। আমি বললাম ঠিক করব না। তারপর ১৫ দিন পর সেট আনতে গিয়ে দেখি ওরা স্ক্রীনএর একটা কোনা ভেঙ্গে দিয়েছে। আমি বললাম আমার স্ক্রীন তো ভাঙ্গা ছিলনা, কিন্তু nokia care থেকে বলল আমার স্ক্রীন ভাঙ্গাই ছিল। তখন কাঁদব না হাসব বুঝতেছিলাম না।) আমার কাছে কোন প্রমান না থাকায় কিছুই করতে পারিনি। )

এখন এই টিভি টা সার্ভিস সেন্টার এ দিতে ভয় পাচ্ছি। যেহেতু সমস্যা টা হার্ডওয়ার এর না এবং আমি নিজেও কম্পিউটার মটামুটি ট্রাবলশুট করতে পারি।। আমি আশা করি টেকি ভাইদের সাহায্য পেলে এটা কোন সমস্যাই না…

ও আরেকটা কথা, ইলেক্ট্রনিক্স জিনিস পত্র ঠিক করার প্রতি আমার আগ্রহ আছে, কিছু টাকা বাচবে,এটা বড় কথা না, কোন কিছু শিখার মজাই আলাদা।দেখি আপনাদের সাহায্য নিয়ে ঠিক করতে পারি কিনা…( পারব ইনশাল্লাহ) যদি নাও পারি তাহলে টিভি কার্ড লাগিয়ে টিভি দেখব , তাও সার্ভিস সেন্টার এ নিবনা।

আপনার পরামরশের জন্য ধন্যবাদ।( বানান ভুলের জন্য মাফ করবেন)

Level 0

Apnake Fast Of All Apnar Cable Orthat Dish Line Change Korte Hobe Jmon DISH TV HD Or Bangladeshe Ricever Soho J Dish Kinte Paua Jai Saeta Kinte Hobe. Coz Normal Tv Te amader Desher Dish Line Chole But LCD , LED Cholleo Khub 1Ta Pic Valo Ashar Kotha Na. Asha Kore Apnake Amar Comments Help Korbe 🙂

বাবর ভাই, আপনি ঠিক বলছেন, কিন্তু, বর্তমানে কিছু চ্যানেল আসে যেগুলা খুব ই ক্লিয়ার। কিন্তু শুধু zir zir আওয়াজ করে। একটা জিনিস হল, যে চ্যানেল গুলা আসে সেগুলা নরমাল টিভি তে vhfh শেষের দিকে এবং uhf এ আসে।
আরেকটা কথা আমাদের নরমাল টিভির সাউন্ড সিস্টেম হল BG , কিনতু আমার টিভি তে BG মুড আনতে পারছি না, কারন এখানে এগুলা, show করছে না।
ডিশ টিভির কথাটা মাথায় থাকবে।

vai….internet a guta guti korte thaken…i mean khiuja dekhen onek forum paben…..ar ase-paser manusjoner kase janar chesta koren………….ja mne hoi jailbreak kora lagbw….apni parle dhakay aeysa xpert karor help nen…………..!!u r a lucky person !!

শরিফ ভাই, যা লিখসি সব ই নেট এ ঘাঁটাঘাঁটি করে পাইছি, এখন ও ঘাটতেছি। jailbreak ki? arekta kotha apni amake lucy person bollen keno? dhakai ki apnar kase aste bollen, i mean, tv niye ki apnar kase aste hobe?
thanks for the comment.

Level New

বিদেশী টিভিতে প্রবলেম থাকবে। দেশে টিভি কিনায় ভাল।