আমার ভাই uk থেকে একটা sony internet tv আনছেন।
MODEL: KDL-40NX713
SOFTWERversion: PKG5-034EUS-0108
সবকিছু ঠিকমত লাগানর পর tune করার পর দেখি যে অল্প কিছু চ্যানেল আসে, তাও আবার সাউন্ড আসে না। তারপর ডিশ এর লাইন ঠিক করলাম(এই লাইন ে নরমাল টিভি লাগালে একদম ক্লিয়ার দেখা যায়)।
কিন্তু ইন্টারনেট টিভিতে সব চ্যানেল আসেনা+ যেগুলা আসে সেগুলার পিকচার ক্লিয়ার হলেও সাউন্ড আসে না।
আমার ভাই লন্ডন এ ১৫ দিন টিভিটা চালাইছেন, সেখানে সব ঠিক ছিল।
কোন টিঊনার যদি সমাধান দেন, তাহলে বড়ই উপকার হয়। বেচারা আমার ভাই, শখের টিভির জন্য এখন খুব ই মন খারাপ করে বসে আছে।
আমার ধারনা টিভির হার্ডওয়্যার এবং ডিশ লাইন এ কোন প্রব্লেম নেই। সমস্যার মুল হল টিভির softwere(os). এটা মনে হয় ইঊরপিয়াণ দেশের জন্য সেটআপ করা।
টিভিটাকে বাংলাদেশে চালানর জন্য কি করতে পারি?????
আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।
vai…best option hocche Bangladesh a sony rangs ar kono customer care center a call kore apnar problem ta bola…